Site icon Amra Moulvibazari

আলট্রাসনোতে দেখায় বাচ্চা দুটি, নরমালে ৩ সন্তানের মা হলেন গৃহবধূ

আলট্রাসনোতে দেখায় বাচ্চা দুটি, নরমালে ৩ সন্তানের মা হলেন গৃহবধূ


কিশোরগঞ্জের ইটনায় নরমাল ডেলিভারিতে তিন সন্তানের জন্ম দিয়েছেন গুলেজা বেগম (৩০) নামের এক গৃহিণী। নবজাতকদের মধ্যে দুটি ছেলে ও একটি মেয়ে।

মঙ্গলবার (৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাচ্চা তিনটির জন্ম হয়।

গুলেজা বেগম উপজেলার উদিয়ারপাড় গ্রামের বাসিন্দা হান্নান মিয়ার স্ত্রী।

ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মো. সজীবুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আলট্রাসনোগ্রামে দেখা যায় দুটি বাচ্চা। কিন্তু ডেলিভারির সময় তিনটি বাচ্চা প্রসব করেন গুলেজা বেগম।

ডা. সজীবুল ইসলাম আরও জানান, গুলেজা বেগমের ডেলিভারির তারিখ ছিল ডিসেম্বরের শেষ সপ্তাহে। তার আগেই সন্তান জন্ম দিয়েছেন তিনি।

প্রথম সন্তানটি হয় ছেলে। তার ওজন এককেজি ৫০০ গ্রাম। দ্বিতীয় সন্তানও হয় ছেলে। তার ওজন এককেজি ৭০০ গ্রাম। তৃতীয় সন্তানটি মেয়ে। তার ওজন এককেজি ২০০ গ্রাম।

নিদিষ্ট সময়ের আগেই প্রসব করা ও বাচ্চাদের ওজন কম থাকায়ে তাদের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে। ওজন খুব কম হওয়ায় মেয়ে বাচ্চাটির অবস্থা সংকটাপন্ন। তবে বাচ্চাদের মা সুস্থ রয়েছেন বলে জানান ডা. সজীবুল ইসলাম।

এসকে রাসেল/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version