যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করা ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির অনেক নেতার সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ভালো সম্পর্ক রয়েছে বলে জানিয়েছেন তার প্রেস সচিব শফিকুল আলম।
বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
শফিকুল আলম বলেন, ট্রাম্পের জয়ে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও উচ্চ শেখরে যাবে। ডেমোক্রেটিক ও রিপাবলিকান অনেক নেতার সঙ্গে প্রধান উপদেষ্টার ভালো সম্পর্ক রয়েছে।
এসময় চট্টগ্রামে মুসলিম দোকানির ওপর ইসকনের হামলার বিষয়ে জানতে চাইলে শফিকুল আলম বলেন, ‘এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনারকে জানানো হয়েছে। তার সঙ্গে যোগাযোগ করলে আপনারা বিস্তারিত জানতে পারবেন।’
প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।
এমওএস/এমএএইচ/জিকেএস