Site icon Amra Moulvibazari

প্রথম সভায় সাবিনাদের পুরস্কার ঘোষণা করবে বাফুফে

প্রথম সভায় সাবিনাদের পুরস্কার ঘোষণা করবে বাফুফে


সভাপতি নির্বাচিত হওয়ার পর মঙ্গলবার প্রথমবারের মতো বাফুফে ভবনে উপস্থিত হয়েছিলেন তাবিথ আউয়াল। তার আগমনের বিকেলে উপস্থিত ছিলেন নির্বাহী কমিটির আরো ১৭ জন। কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর সভাসদদের নিয়ে সভাপতি সৌজন্য সাক্ষাৎ করেছেন সাফজয়ী নারী ফুটবল দলের সদস্যদের সঙ্গে।

সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর সরকারের পক্ষ থেকে এক কোটি টাকা পুরস্কার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। মেয়েরা যাদের মুখ উজ্জ্বল করেছেন, সেই বাফুফে থেকে বড় অংকের পুরস্কার দেওয়া হবে বলে সাবিনাদের ফেরার দিন ঘোষণা দিয়েছিলেন সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান।

তবে সেই বড় অংকটা কতবড় সেটা এখনো ঠিক করেনি বাফুফে। আগামী ৯ নভেম্বর সকালে বাফুফের প্রথম নির্বাহী কমিটির সভা হবে। ওই সভায়ই মেয়েদের পুরস্কারের পরিমাণ ঘোষণা করবেন বাফুফের নতুন সভাপতি।

মঙ্গলবার মেয়েদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাবিথ আউয়াল বলেছেন, ‘সাফ চ্যাম্পিয়ন দলের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা জানিয়েছি। আর ভবিষ্যত পরিকল্পনা নিয়ে কিছু কথা বলেছি। তাও স্বল্প পরিসরে। কারণ, আমরা আগামীতে সিরিয়াসলি বসবো আমাদের নির্বাহী কমিটি ও সাব-কমিটিগুলোর পক্ষ থেকে।’

মেয়েদের পুরস্কার ঘোষণায় কোনো চমক থাকছে কিনা? জানতে চাইলে বাফুফে সভাপতি বলেন, ‘চমক আমি বলবো না। আমাদের নির্বাহী কমিটি থেকে মনে করি, নারী ফুটবল দল চ্যাম্পিয়ন হওয়ায় অবশ্যই তারা কিছু ডিজার্ভ করে। মেয়েদের অর্জন ও প্রাপ্য নিয়ে আমরা ৯ নভেম্বর নির্বাহী কমিটিতে আলোচনা ও সিদ্ধান্ত ওই বিষয়ে আমরা জানাবো। আমি প্রস্তাব করবো এবং নির্বাহী কমিটি অনুমোদন দিলে আপনাদের জানাবো। এটা নিশ্চিত বাফুফের পক্ষ থেকে ৯ নভেম্বর মেয়েদের জন্য একটা ঘোষণা আসবে। অর্থনৈতিক শৃঙ্খলা রাখার জন্যই বাফুফের অনুমোদন নিয়ে পুরস্কারের অংক নির্ধারণ করা হবে।’

এর বাইরে বাফুফের কর্মকর্তারা ব্যক্তিগতভাবে মেয়েদের পুরস্কার দেবেন কিনা? এ বিষয়ে তাবিথ আউয়াল বলেন, ‘এরই মধ্যে আমরা শুনেছি ও প্রস্তাবও পেয়েছি অনেক ব্যক্তি ও ব্যক্তিগত প্রতিষ্ঠান নারী ফুটবল দলকে সংবর্ধনা ও উপহার দিতে চায়। সেই আলোচনা আমাদের চলমান আছে। চূড়ান্ত কিছু হয়নি। আমরা কোনো এগ্রিমেন্টেও আসিনি। তার মানে বাফুফের পাশাপাশি অনেক ব্যক্তি ও সংগঠন মেয়েদের জন্য অবদান রাখবে।’

অতীতে দেখা গেছে সাফল্য বয়ে আনা মেয়েদের সংবর্ধনা দেওয়ার নামে কিছু প্রতিষ্ঠান নিম্নমানের উপহার দিয়েছে। এবার যারা নারী ফুটবল দলকে সংবর্ধনা দিতে চায় তারা উপহারের স্ট্যান্ডার্ড বজায় রাখবে কিনা এবং যারা আগ্রহ করছেন বাফুফে তাদের সঙ্গে আগেই এ বিষয়েই আলোচনা করবে কিনা; জানতে চাইলে তাবিথ আউয়াল বলেন, ‘আমরা বর্তমান কমিটির সবাই সামনের দিকেই তাকাতে পছন্দ করবো। পেছন দিকে একদমই তাকাচ্ছি না। আপনার এই কথাগুলোকে প্রশ্ন হিসেবে না নিয়ে পরামর্শ হিসেবে নিলাম এবং এটাকে খুবই দ্রুতই বাস্তবায়ন করা হবে।’

আরআই/এমএমআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version