Site icon Amra Moulvibazari

বসতঘরের সামনে বেড়া, এক মাস ধরে অবরুদ্ধ কৃষক পরিবার

বসতঘরের সামনে বেড়া, এক মাস ধরে অবরুদ্ধ কৃষক পরিবার


নেত্রকোনার মদনে বসতঘরের সামনে বাঁশের বেড়া দিয়ে এক কৃষক পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিবাদ করায় বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে।

এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী কৃষক জামাল মিয়া। তবে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা না নেওয়ায় অসহায় হয়ে পড়েছে পরিবারটি।

স্থানীয় লোকজন ও লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার মাঘান ইউনিয়নের মাঘান গ্রামের কৃষক জামাল মিয়ার সঙ্গে প্রতিবেশী ছোটন মিয়ার জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। মাসখানেক আগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছোটন মিয়া তার লোকজন নিয়ে জামাল মিয়ার বসতঘরের সামনে বাঁশের বেড়া দেন। এতে অবরুদ্ধ হয়ে পরিবারটি।

পরে এলাকার গণ্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধিদের বিষয়টি জানালেও কোনো সুরাহা হয়নি। একমাস ধরে গবাদিপশু ও নিজেদের চলাচলে অসুবিধা হওয়ায় প্রতিবাদ করলে ২৯ অক্টোবর ছোটন মিয়া তার লোকজন নিয়ে জামাল মিয়ার বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে। এসময় ঘর থেকে নগদ টাকা ও মালপত্র লুট করে নিয়ে যান। এ ঘটনায় কৃষক জামাল মিয়া ওইদিন রাতেই থানায় লিখিত অভিযোগ দেন।

স্থানীয় মাসুদ মিয়া, সাদ্দাম হোসেন ও আলী আকবর বলেন, ছোটন মিয়া জোর করে জামাল মিয়ার জায়গায় বাঁশের বেড়া দিয়ে পরিবারটিকে অবরুদ্ধ করে রেখেছেন। আমরা বারবার বলেও বেড়া সরাতে পারিনি।

এ বিষয়ে প্রতিপক্ষ ছোটন মিয়ার মা আয়েশা আক্তার বলেন, জামালের সঙ্গে কিছুদিন আগে ঝগড়া হওয়ায় আমার ছেলেরা বাঁশের বেড়া দিয়েছে। এ নিয়ে আবার ঝগড়া হয়েছে। তাই আমার ছেলে রাগের মাথায় দা দিয়ে তাদের বসতঘরে কয়েকটা কোপ দিয়েছে। ঘরের মালামাল বা টাকা লুটপাট করা হয়নি বলে দাবি করেন তিনি।

মদন থানার পরিদর্শক (তদন্ত) দেবাংশু কুমার দে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এইচ এম কামাল/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version