Site icon Amra Moulvibazari

রাশিয়ার মধ্যস্থতায় আজারবাইজানের সাথে যুদ্ধ বন্ধ করতে সম্মত আর্মেনিয়া

রাশিয়ার মধ্যস্থতায় আজারবাইজানের সাথে যুদ্ধ বন্ধ করতে সম্মত আর্মেনিয়া

রাশিয়ার মধ্যস্থতায় আবারও শান্তিচুক্তি সই করেছে আজারবাইজান-আর্মেনিয়া। দীর্ঘদিন ধরে চলা সংঘাতের অবসান হবে এ ত্রিপক্ষীয় চুক্তির মধ্য দিয়ে আশাবাদ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের।

বিতর্কিত নাগারনো-কারাবাখ অঞ্চলে রুশ শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করা হবে বলেও জানান তিনি।

মঙ্গলবার স্থানীয় সময় সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে সর্বপ্রথম এই তথ্য জানান আর্মেনীয় প্রধানমন্ত্রী নিকলো পাশিনিয়ান। পরবর্তীতে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিব ও ক্রেম্লিনের তরফ থেকেও নিশ্চিত করা হয়।

নাগারনো-কারাবাখ অঞ্চলকে ঘিরে আজারবাইজান-আর্মেনিয়া সংঘাতের ইতিহাস বহু বছরের। গেল সেপ্টেম্বর থেকে আবারো বেড়েছে উত্তেজনা। আর্মেনিয়ার দখল থেকে বেশ কিছু এলাকা পুনরায় দখলের দাবি করে আজারবাইজান।

শান্তি চুক্তির বিরোধিতায় বিক্ষোভ শুরু করেছে আর্মেনিয়ার জনগণ। প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভাঙচুরও চালান তারা।

Exit mobile version