Site icon Amra Moulvibazari

বিশেষ চেকপোস্টে টাপেন্টাডল-ইয়াবাসহ ৩ কারবারি গ্রেফতার

বিশেষ চেকপোস্টে টাপেন্টাডল-ইয়াবাসহ ৩ কারবারি গ্রেফতার


রাজধানীর কোতোয়ালি ও সূত্রাপুরে পুলিশের বিশেষ চেকপোস্টে ৩১ হাজার পিস নেশাজাতীয় মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট ও ১০০৪ পিস ইয়াবাসহ তিন কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতাররা হলেন- সুমন চন্দ্র দত্ত (৪৫), শাহ পরান (২১) ও নাসিবুর রহমান ওরফে নাছিব (৪৬)।

বুধবার (৬ নভেম্বর) দুপুরে এ তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

ডিসি মুহাম্মদ তালেবুর রহমান বলেন, মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে কোতোয়ালি থানার বাবুবাজার ব্রিজ সংলগ্ন রাস্তার ওপর পুলিশের বিশেষ চেকপোস্ট কার্যক্রম চলছিল। রাত সাড়ে ১০টার দিকে চেকপোস্টে একটি প্রাইভেটকার তল্লাশির সময় দুটি কার্টুন পাওয়া যায়। সন্দেহজনক হওয়ায় ওই কার্টুন তল্লাশি করে ৩১ হাজার পিস টাপেন্টাডল ট্যাবলেট জব্দ করে পুলিশ। যার মূল্য ১৫ লাখ ৫০ হাজার টাকা।

এ সময় প্রাইভেটকারচালক শাহ পরান ও প্রাইভেটকারে থাকা সুমন চন্দ্র দত্তকে গ্রেফতার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

গ্রেফতাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে টাপেন্টাডল ট্যাবলেট সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় বিক্রি করতো।

প্রসঙ্গত, টাপেন্টাডল ট্যাবলেট ‘খ’ শ্রেণির মাদক হিসেবে ২০২০ সালের ৮ জুলাই থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তফসিলভুক্ত। মাদকসেবীরা টাপেন্টাডল ট্যাবলেটকে ইয়াবার বিকল্প হিসেবে ব্যবহার করে থাকে।

অন্যদিকে, একইদিন রাত ১১টা ৫০ মিনিটের দিকে সূত্রাপুর থানার হানিফ টাওয়ারের সামনে পুলিশের বিশেষ চেকপোস্টে সন্দেহভাজন নাসিবুর রহমানকে তল্লাশি করা হয়। এসময় তার কাঁধে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ১০০৪ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং তাকে গ্রেফতার করে পুলিশ।তার বিরুদ্ধেও ডিএমপির সূত্রাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে ইয়াবা সংগ্রহ করে সূত্রাপুর এলাকার বিভিন্ন স্থানে বিক্রি করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে নাসিবুর রহমান।

টিটি/এমএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version