Site icon Amra Moulvibazari

৮২ দিন পর ফের চালু সুনামগঞ্জের সিনথিয়া ফিলিং স্টেশন

৮২ দিন পর ফের চালু সুনামগঞ্জের সিনথিয়া ফিলিং স্টেশন


দুই কোটি ৩৭ লাখ টাকা বিল বকেয়া থাকায় সুনামগঞ্জ পৌর শহরের সিনথিয়া সিএনজি ফিলিং স্টেশনের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয় জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ।

তবে দীর্ঘ ৮২ দিন পর মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে আবারও চালু হয়েছে পাম্পটি। জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন সিনথিয়া পাম্পের জেনারেল ম্যানেজার কাজল চন্দ্র দে। এদিকে পাম্প সচল হওয়ায় স্বস্তি ফিরে পেয়েছেন চালকরা।

অ্যাম্বুলেন্স চালক আবিদ আহমেদ বলেন, সিনথিয়া সিএনজি পাম্পটি বন্ধ থাকায় আমরা অনেক ভোগান্তির শিকার হয়েছি। তবে এই পাম্পটি আজকে চালু হওয়ায় ভোগান্তি এখন লাগব হবে।

সিনথিয়া পাম্পের জেনারেল ম্যানেজার কাজল চন্দ্র দে বলেন, বকেয়া বিল থাকার কারণে ১৪ আগস্ট আমাদের পাম্পটি বন্ধ করে দেয় জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ। পরে আমরা হাইকোর্টের শরণাপন্ন হই। হাইকোর্ট আমাদের ১৫০ শতাংশ টাকা জমা দিয়ে ১০ কিস্তিতে বাকি টাকা পরিশোধের সুযোগ দেন। পরে সোমবার বিকেল ৪টার দিকে লাইন সংযোগ দেওয়া হয়। মঙ্গলবার থেকে পাম্পের কার্যক্রম চালু করি।

এর আগে ১৪ আগস্ট দুপুরে সিলেট জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের উচ্চ পর্যায়ে একটি টিম সিনথিয়া সিএনজি ফিলিং স্টেশন বন্ধ করেন।

লিপসন আহমেদ/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version