Site icon Amra Moulvibazari

নাটোরের ভেদ্রার বিলে মাছ ধরার উৎসব

নাটোরের ভেদ্রার বিলে মাছ ধরার উৎসব


নাটোর জেলার ঐতিহ্যবাহী বিল ‘ভেদ্রার বিল’। সদরের বড় হরিশপুর ইউনিয়নে অবস্থিত। বর্ষা শুরুর দিকে উপজেলা মৎস্য অফিস থেকে ভেদ্রার বিলে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। বিলকে মাছের অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয়েছিল।

সেসময় বলা হয়েছিল বছরের কোনো একটি নির্দিষ্ট সময় মাছ ধরতে পারবে যে কেউ। তার ধারাবাহিকতায় বুধবার (৬ নভেম্বর) থেকে শুরু হয়েছে মাছ ধরার উৎসব।

নাটোর সদর উপজেলা ও আশপাশের উপজেলা থেকে মাছ ধরতে এসেছে মানুষ। এবার এক যোগে ২৫০-৩০০ জনের মতো লোক মাছ শিকার করতে আসেন।

ধলাট থেকে মাছ শিকার করতে আসা মো. মিজানুর রহমান বলেন, আমরা বিভিন্ন জায়গায় পলো দিয়ে মাছ ধরতে আসি। এবার নিজেদের বিলে মাছ ধরতে পেরে খুবই খুশি।

আব্দুর রহিম নামে একজন জানান, তিনি তিন কেজি ওজনের একটি রুই পেয়েছেন। শফিক নামে অপর একজন জানান, তিনি দুই কেজির একটি কাতল ও একটি মৃগেল পেয়েছেন।

পাইকেরদৌল থেকে মাছ শিকার করতে আসা আব্দুর রহিম বলেন, এ বছর বিলে প্রচুর মাছ অবমুক্ত করা হয়েছে।

রেজাউল করিম রেজা/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version