Site icon Amra Moulvibazari

ট্রেনের বগি সরানোর সময় কাটা পড়লো যুবকের দুই পা

ট্রেনের বগি সরানোর সময় কাটা পড়লো যুবকের দুই পা


পাবনার ঈশ্বরদীতে ট্রেনে কেটে দুই পা হারালেন মিজানুর রহমান (৩৫) নামে এক যুবক।

বুধবার (৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঈশ্বরদী জংশন স্টেশনে সান্টিং ট্রেনে (ট্রেনের বগি সরানোর) সময় এ ঘটনা ঘটে। আহত মিজানুর রহমান মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ভাসান বুকগ্রামের নূরবক্স হাওলাদারের ছেলে।

প্রত্যক্ষদর্শী গৌতম কুমার জানান, সকাল থেকে স্টেশনের আশপাশে হাঁটাহাঁটি করতে দেখা যায় মিজানুরকে। স্টেশনের ৪ নম্বর প্লাটফর্মের অদূরে ট্রেন সান্টিংয়ের সময় হঠাৎ করে সে ট্রেনের সামনে পড়ে গেলে হাঁটুর নিচ থেকে দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিস সদস্যরা তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

আহত মিজানুর রহমান চিকিৎসাধীন অবস্থায় জানান, জাতীয় পরিচয়পত্র না থাকায় তাকে কেউ কোনো কাজ দিতে চায় না। এতে পরিবার ও স্বজনদের কাছে ব্যাপক অবহেলিত হয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়েন। রেললাইন পার হওয়ার সময় ট্রেনে তার পা কাটা পড়ে।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসক মোছা. তাসনিম তামান্না বলেন, ট্রেনে কেটে পা হারানো রোগীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। প্রচুর রক্তক্ষরণ হয়ছে। তবে কোনো অভিভাবক না থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ তাকে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করেছে।

ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান জানান, ট্রেনে কাটা পড়ে এক যুবকের দুই পা বিচ্ছিন্ন হয়েছে। ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। আমরা তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। ঘটনার বিস্তারিত জেনে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শেখ মহসীন/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version