অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, মোংলা বন্দরে কনটেইনার টার্মিনাল নেই। এখানে কনটেইনার টার্মিনাল হলে চট্টগ্রামের ওপর চাপ কমবে।
বুধবার (৬ নভেম্বর) সকালে বন্দরের জেটিতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এম সাখাওয়াত হোসেন বলেন, ভুটান-নেপালের জন্য মোংলা বন্দর উপযোগী। এখানে সড়ক, নৌ ও রেলপথ বিদ্যমান রয়েছে। মোংলা বন্দরকে ঘিরে আখাউড়া ও বাল্লা স্থলবন্দর সচল করা হচ্ছে। ভারতের অর্থায়নেও মোংলা বন্দরের উন্নয়ন করা হবে। চীন ও ভারতের উন্নয়ন প্রকল্প দুটি বাস্তবায়ন হলে বন্দরের চেহারা পরিবর্তিত হবে।
এ সময় মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মো. শাহীন রহমানসহ বন্দরের অন্যান্য পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আবু হোসাইন সুমন/আরএইচ/জেআইএম
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।