Site icon Amra Moulvibazari

বৃহস্পতিবার থেকে বৃষ্টি কমতে পারে

বৃহস্পতিবার থেকে বৃষ্টি কমতে পারে


মৌসুমি বায়ু বিদায় নিলেও কয়েকদিন পরপর দেশে বৃষ্টি হচ্ছে। মঙ্গলবার দেশের ৫টি বিভাগের অধিকাংশ জেলায় বৃষ্টি হয়েছে। এই বৃষ্টিপাত আজও অব্যাহত থাকবে। তবে বৃহস্পতিবার থেকে ২/৩ দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

সংস্থাটি জানিয়েছে, বুধবার (৬ নভেম্বর) খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আরও পড়ুন

এসময় সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে দক্ষিণাঞ্চলে বৃষ্টি হতে পারে। এর আগে আপাতত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। হলেও সেটি হতে পারে হালকা বৃষ্টি।

বৃহস্পতিবার ও শুক্রবারের পূর্বাভাস জানিয়ে তিনি বলেন, এ দুদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এসময় ভোরের দিকে সারাদেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৩৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে নারায়ণগঞ্জে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস ছিল ফেনী ও সীতাকুন্ডে।

আরএএস/ইএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version