Site icon Amra Moulvibazari

গোপালগঞ্জে পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতাসহ গ্রেফতার ৩

গোপালগঞ্জে পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতাসহ গ্রেফতার ৩


পর্নোগ্রাফি মামলায় গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে বিএনপি নেতা নিরঞ্জন ওঝাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ নভেম্বর) দিনগত রাতে উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের টিকুরিবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

নিরঞ্জন ওঝা ওই গ্রামের নিত্যানন্দ ওঝার ছেলে। তিনি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য।

গ্রেফতার অন্যরা হলেন, উপজেলার পূর্ব লখন্ডা গ্রামের বিষ্ণু ওঝার ছেলে সুজন ওঝা (৩০) ও তারাশী গ্রামের মোস্তফা শেখের ছেলে আব্দুল্লাহ শেখ (২৫)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, পূর্ব লখন্ডা গ্রামের বিষ্ণু ওঝার ছেলে প্রবাসী সুজিত ওঝা (২৫) উপজেলার ফেরধারা গ্রামের স্কুল পড়ুয়া এক ছাত্রীর নগ্ন ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে মঙ্গলবার পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে সুজিত ওঝাসহ সাত জনকে আসামি করে মামলা করেন। ওই মামলায় বিএনপি নেতা নিরঞ্জন ওঝাসহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ।

ওই ছাত্রীর মা বলেন, আমার বাড়ির পাশে সুজিত ওঝার মামা বাড়ী। এ সুবাদে সুজিত ওঝার সঙ্গে আমার মেয়ের পরিচয় ছিল। একসময় গোপনে মেয়ের নগ্ন ভিডিও ধারণ করে রাখে সে। পরে বিদেশে গিয়ে সম্প্রতি ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। ঘটনা জানাজানি হলে বিএনপি নেতা নিরঞ্জন ওঝা মামলা না করতে হুমকি দেয়। আমি দোষীদের উপযুক্ত শাস্তি দাবি করছি।

কোটালীপাড়া থানার উপ-পরিদর্শক মামুনুর রশীদ বলেন, তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আশিক জামান অভি/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version