Site icon Amra Moulvibazari

ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের জালে ৫ গোল আল নাসরের

ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের জালে ৫ গোল আল নাসরের


এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আল আইনকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে আল নাসর। দলের হয়ে দ্বিতীয় গোলটি করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

মঙ্গলবার ঘরের মাঠ আল আওয়াল পার্কে বড় জয় পেতে আল নাসরকে উদার মনে সহায়তা করেছে আই আইনও। গোল উৎসবের দিনে আত্মঘাতী গোল করে রোনালদোদের আনন্দের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে আরব আমিরাতের ক্লাবটি।

এই ম্যাচ আল নাসরের জন্য ছিল প্রতিশোধের। কেননা গত মৌসুমে এই আল আইনের কাছে হেরেই কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরকে। সুযোগ পেয়ে নির্মম প্রতিশোধই নিলো স্টেফানো পিওলির শিষ্যরা।

দুর্দান্ত জয়ে এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিটের পশ্চিমাঞ্চলের পয়েন্ট তালিকার তিনে উঠে গেছে আল নাসর। ৪ ম্যাচে রোনালদোদের পয়েন্ট এখন ১০।

অন্যদিকে খাদের কিনারায় চলে গেছে আল আইন। ৪ ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে টেবিলের ১২তম স্থানে চলে গেছে তারা। যে কারণে শেষ ষোলোতে খেলাই এখন অনিশ্চিত হয়ে পড়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।

পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চলের সেরা আট দল খেলবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে।

মঙ্গলবার আল নাসরের হয়ে জোড়া গোল করেন অ্যান্ডারসন টেলিস্কা (৫ ও ৯৪ মিনিটে)। রোনালদো গোল করেন ৩১ মিনিটে। এরপর আল আইনের আত্মঘাতী গোল ৩৭ মিনিটে। আল আইনের কফিনে সর্বশেষ পেরেকটি ঠুকে দেন ওয়েসলি রিভেইরো।

অন্যদিকে আল আইনের একমাত্র গোলটিও আত্মঘাতী। ভুল করে নিজেদের জালে বল জমা করেন আল নাসরের বেন্টো (৫৬ মিনিটে)।

এমএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version