যুক্তরাষ্ট্রের নির্বাচনে ভোটগ্রহণ প্রায় শেষ। দেশটির লাখ লাখ মানুষ যখন ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন, ঠিক সময়েই অনলাইনে ভোট গ্রহণের স্বচ্ছতা নিয়ে নানা প্রশ্ন উঠছে।
তবে নির্বাচনী কর্মকর্তারা দ্রুততার সঙ্গে কিছু অভিযোগ নাকচ করে দিয়েছেন। এর মধ্যে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পেরও একটি অভিযোগ রয়েছে।
একইসঙ্গে, কিছু যৌক্তিক সমস্যার ভুল ব্যাখ্যার বিষয়েও নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন নির্বাচনী কর্মকর্তারা।
ট্রাম্প তার সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে বলেছেন, ‘ব্যাপক জালিয়াতির’ কারণে ফিলাডেলফিয়ায় ‘আইনশৃঙ্খলা বাহিনী আসছে’। তবে তিনি এ অভিযোগের বিস্তারিত তথ্য-প্রমাণ দেননি।
ফিলাডেলফিয়া পুলিশ বিভাগ বিবিসি ভেরিফাইকে জানিয়েছে, তারা এ বিষয়ে কিছু জানে না।
ট্রাম্প আরও দাবি করেছেন, ডেট্রয়েটে ‘অনেক আইনশৃঙ্খলা বাহিনী’ মোতায়েন করা হয়েছে।
কিন্তু সেখানকার পুলিশ বলেছে, ‘সম্প্রতি আমাদের জনবল বাড়ানোর কোনো ঘটনা ঘটেনি।’
সূত্র: বিবিসি বাংলা
কেএএ/