Site icon Amra Moulvibazari

সিরিজের মাঝপথে অধিনায়ক বদল অস্ট্রেলিয়ার

সিরিজের মাঝপথে অধিনায়ক বদল অস্ট্রেলিয়ার


প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার অধিনায়ক হলেন জস ইংলিস। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের শেষ ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন তিনি। নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সকে বিশ্রাম দিয়ে ইংলিসের হাতে নেতৃত্ব তুলে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

কামিন্সের সঙ্গে শেষ ওয়ানডেতে বিশ্রামে থাকবেন স্টিভ স্মিথ ও জশ হ্যাজলউড, মিচেল স্টার্ক ও মারনাস লাবুশেন। আগামী ২২ নভেম্বর ভারতের বিপক্ষে শুরু হতে যাওয়া বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রস্তুতি নেবেন তারা।

ইংলিসকে মূলত অধিনায়ক করা হয়েছে টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে। সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজে দলে থাকবেন না নিয়মিত অধিনায়ক মিচেল মার্শ। ডানহাতি অলরাউন্ডার গত সেপ্টেম্বরে দলে না থাকায় অধিনায়ক করা হয়েছিল ট্রাভিস হেডকে। তবে এবার হেডকেও পাচ্ছে না অস্ট্রেলিয়া। বাঁহাতি এই মারকুটে ব্যাটার আছেন পিতৃত্বকালীন ছুটিতে। যে কারণে সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে নেতৃত্ব উঠেছে ইংলিসের হাতে।

ইংলিস অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলের ১৪তম আর ওয়ানডেতে ৩০তম অধিনায়ক। তবে দলে অভিজ্ঞ ক্রিকেটার থাকতেও কেন তাকে বেছে নেওয়া, সেই প্রশ্নের উত্তর খুঁজছেন অনেকে। ইংলিসের চেয়ে বেশি অভিজ্ঞ হিসেবে দলে ছিলেন ম্যাট শর্ট, গ্লেন ম্যাক্সওয়েল ও নাথান এলিস। এমনকি এর আগে বিগ ব্যাশের কোনো ক্লাবকেও নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা নেই ইংলিসের।

জর্জ বেইলি এই বিষয়ে বলেন, ‘জস ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের গুরুত্বপূর্ণ অংশ, মাঠে অনেক সম্মানিত। এর আগে অস্ট্রেলিয়া ‘এ’ দলকে নেতৃত্ব দিয়েছে। এই ভূমিকায় সে কৌশলগত সামর্থ্য ও ইতিবাচকভাবে দায়িত্ব পালন করবে।’

পাকিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডেতে দলে এসেছেন জাভিয়ের বার্টলেট, স্পেনসার জনসন ও জশ ফিলিপ। প্রথম ওয়ানডেতে হ্যাজলউডের বদলি হিসেবে দলে আনা পেসার ল্যান্স মরিসকেও পার্থে শেষ ওয়ানডের দলে ধরে রাখা হয়েছে।

এমএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Exit mobile version