Site icon Amra Moulvibazari

যুক্তরাষ্ট্রের ৫ রাজ্যে বোমা হামলার হুমকি, ভোটগ্রহণ বিঘ্নিত

যুক্তরাষ্ট্রের ৫ রাজ্যে বোমা হামলার হুমকি, ভোটগ্রহণ বিঘ্নিত


যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণের মধ্যে পাঁচটি গুরুত্বপূর্ণ রাজ্যে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এগুলোর বেশিরভাগই রুশ ই-মেইল ডোমেইন থেকে পাঠানো হয়েছে বলে জানিয়েছে এফবিআই। মঙ্গলবার (৫ নভেম্বর) নির্বাচন চলাকালীন জর্জিয়া, মিশিগান, অ্যারিজোনা, উইসকনসিন এবং পেনসিলভানিয়ার নির্বাচনী কেন্দ্রগুলোতে বোমা হামলার এই হুমকি দেওয়া হয়।

তবে এসব হুমকি ‘ভুয়া’ বলে জানিয়েছে এফবিআই। নির্বাচনের স্বচ্ছতা এবং নিরাপত্তাকে নিজেদের প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছে তদন্ত সংস্থাটি।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, বোমা হামলার হুমকির জেরে জর্জিয়ার ফালটন কাউন্টির দুটি কেন্দ্রে সাময়িকভাবে নির্বাচন বন্ধ রাখতে হয়। এ কারণে কাউন্টির কর্মকর্তারা আদালতের কাছে নির্ধারিত সময়সীমার পরও ভোটগ্রহণ চালিয়ে যাওয়ার অনুমতি চেয়েছেন।

জর্জিয়ার মন্ত্রী ব্র্যাড রাফেনসপারগার এই ঘটনায় রাশিয়াকে দায়ী করে বলেছেন, দেশটি মার্কিন নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা চালাচ্ছে এবং আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায়।

তবে রাশিয়ার ওয়াশিংটনস্থ দূতাবাস এ ধরনের অভিযোগকে ‘দুরভিসন্ধিমূলক অপবাদ’ বলে দাবি করেছে।

এদিন উইসকনসিনের ম্যাডিসনেও বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল। তবে তার জন্য ভোটগ্রহণ প্রক্রিয়ায় কোনো বিঘ্ন ঘটেনি বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

একই পরিস্থিতি দেখা গেছে মিশিগানে। অ্যারিজোনার নাভাহো কাউন্টিতেও বেশ কয়েকটি ভোটকেন্দ্রে বোমা হামলার ভুয়া হুমকি পাঠানো হয়। এর ফলে ভোটগ্রহণ সাময়িকভাবে বিঘ্নিত হয়।

যুক্তরাষ্ট্রে এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। বর্তমান পরিস্থিতিতে ভোটের সুষ্ঠুতা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি ধাপে সতর্কতা অবলম্বন করছে যুক্তরাষ্ট্র।

কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version