ঢাকা ৭ আসনের সরকার দলীয় এমপি হাজী সেলিমের ছেলে ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদকে আলাদা দুটি মামলায় পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
দুপুরে দুটি আদালতে হাজির করার পর শুনানি শেষে তাদের দুজনকে মাদক মামলায় দুই দিন এবং অস্ত্র মামলায় তিন দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়।
আসামি পক্ষের আইনজীবীরা শুনানিতে রিমান্ডের বিরোধিতা করলেও আদালত তা নাকচ করে দেন।
গত ২৫ অক্টোবর ধান্মন্ডি এলাকায় নৌবাহিনীর কর্মকর্তাকে মারধর, প্রাণনাশের হুমকি এবং তার স্ত্রিকে নির্যাতনের অভিযোগে ইরফান সেলিমের বিরুদ্ধে মামলা করে হয়।
এর পর হাজী সেলিমের পুরান ঢাকার বাড়িতে অভিযান চালিয়ে ৩৮টি অত্যাধুনিক ওয়াকিটকি, বিদেশী অস্ত্র, অবৈধ মদ এবং অন্যন্য সরঞ্জাম সহ ইরফান সেলিম ও দেহরক্ষী জাহিদকে গ্রেফতার করে র্যাব।