Site icon Amra Moulvibazari

গেম অব থ্রোনসের অভিনেত্রী ফিরছেন নতুন থ্রিলারে

গেম অব থ্রোনসের অভিনেত্রী ফিরছেন নতুন থ্রিলারে


 

‘গেম অফ থ্রোনস’ এবং ‘৩০০’ সিনেমার মাধ্যমে খ্যাতি অর্জন করা লিনা হেডি। এ অভিনেত্রী শিগগির নতুন সিনেমা নিয়ে আসছেন। অ্যাকশন থ্রিলার ঘরানার সিনেমার নাম ‘নর্মাল’। এতে তার সঙ্গে আরও অভিনয় করবেন বব ওডেনকির্ক এবং হেনরি উইঙ্কলার। এটি প্রযোজনা করবেন নোবডি সিনেমার প্রযোজকরা। সিনেমাটিতে হেডি এক নতুন ও আকর্ষণীয় চরিত্রে অভিনয় করবেন বলে জানা গেছে।

নর্মাল সিনেমায় বব ওডেনকির্ক চরিত্রে অভিনয় করছেন ইউলিসিস। চরিত্রটি একজন সাবস্টিটিউট শেরিফ। যিনি মিনিসোটা রাজ্যের ছোট্ট শহর নর্মালে আসেন। শহরের একটি ব্যাংক লুটের পর ইউলিসিস খোঁজ-খবর নিতে শুরু করেন। সেই সঙ্গে তিনি এক বিস্ময়কর ও বিপজ্জনক ষড়যন্ত্রের সন্ধান পান।

লিনা হেডি এ সিনেমায় একজন স্থানীয় বারটেন্ডার চরিত্রে অভিনয় করছেন। যার রহস্যময় প্রকৃতি সিনেমার ঘটনাপ্রবাহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। গেম অফ থ্রোনস-এ সেরসি ল্যানিস্টারের চরিত্রে অভিনয় করে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করা হেডি আবারও দর্শকদের সামনে উপস্থিত হচ্ছেন দারুণ আকর্ষণীয় চরিত্র নিয়ে।

সিনেমাটি পরিচালনা করেছেন বেন উইটলি, যিনি ফ্রি ফায়ার এবং কিল লিস্ট সিনেমার জন্য পরিচিত। স্ক্রিপ্ট লিখেছেন ডেরেক কোলস্ট্যাড, যিনি জন উইক ফ্র্যাঞ্চাইজির স্রষ্টা। তিনি বলেন, নর্মাল সিনেমার জন্য তিনি একটি উত্তেজনাপূর্ণ কাহিনি তৈরি করেছেন। এখানে অ্যাকশনপ্রেমী এবং থ্রিলার ফ্যানদের জন্য বিশেষ আকর্ষণ থাকবে। নর্মাল সিনেমার শুটিং শুরু হয়েছে অক্টোবরের শেষদিকে, কানাডার উইনিপেগে। ডিসেম্বর পর্যন্ত চলবে দৃশ্যধারণ।

সিনেমাটিতে আরও অভিনয় করছেন হেনরি উইঙ্কলার, যিনি শহরের মেয়র হিসেবে অভিনয় করছেন। অন্যান্য সহ-অভিনেতারা হলেন রায়ান অ্যালেন, বিলি ম্যাকলেন, ব্রেনডান ফ্লেচার, পিটার শিঙ্কোডা এবং জেস মক্লিওড।

আরও পড়ুন:

এ সিনেমা অ্যাকশন এবং নাটকীয়তায় পরিপূর্ণ থাকবে বলে আশা করা হচ্ছে। হেডি, ওডেনকির্ক এবং উইঙ্কলার সবাই এমন চরিত্রে অভিনয় করছেন যা তাদেরকে নতুনভাবে চ্যালেঞ্জ করবে। নর্মাল সিনেমাটি চলতি বছরেই মুক্তি পাবে। এর চমকপ্রদ কাহিনি এবং তারকা নির্বাচন সিনেমাপ্রেমীদের মাঝে আলোড়ন সৃষ্টি করবে বলে আশা করা যাচ্ছে।

এলএ/এমএমএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version