Site icon Amra Moulvibazari

আপিএল নিলামে ১৩ বাংলাদেশি ক্রিকেটার

আপিএল নিলামে ১৩ বাংলাদেশি ক্রিকেটার


৩১ অক্টোবরের মধ্যে রিটেনশন শেষ করতে হয়েছে আইপিএল ফ্রাঞ্চাইজিগুলোকে। পুরনোদের মধ্যে সর্বোচ্চ ৫ জন করে ক্রিকেটারকে ধরে রাখার সুযোগ পেয়েছে আইপিএলের ফ্রাঞ্চাইজিগুলো। বাকি ক্রিকেটারদের নিলাম থেকে কিনে নিতে হবে।

এরই নিলামের তারিখ ঠিক করা হয়েছে। আগামী ২৪ ও ২৫ নভেম্বর অনুষ্ঠিত হবে আইপিএলের মেগা নিলাম। আজ নির্ধারণ করা হয়েছে নিলামের ভেন্যু। সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তম শহর জেদ্দায় অনুষ্ঠিত হবে এই নিলাম অনুষ্ঠান।

এরই মধ্যে নিলামের জন্য মোট ১ হাজার ৫৮৪ জন ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন। এর মধ্যে ১ হাজার ১৬৫ জনই ভারতীয়। বিদেশি ক্রিকেটার রয়েছেন ৪০৯ জন। মোট ১৩টি দেশ থেকে এই ক্রিকেটাররা নাম লিখেছেন।

বিদেশি ৪০৯ ক্রিকেটারের মধ্যে রয়েছে ১৩ জন বাংলাদেশিও। যদিও এই ১৩ জন কে কে? সে নাম প্রকাশ করা হয়নি।

১০টি ফ্রাঞ্চাইজি মোট ৪৬জন ক্রিকেটারকে ধরে রেখেছে। নিলাম থেকে কেনা যাবে আরও ২০৪ জন ক্রিকেটার। এর মধ্যে বিদেশি কিনতে পারবে ৭০ জন।

দক্ষিণ আফ্রিকা থেকে সবচেয়ে বেশি ক্রিকেটার নিলামে নাম নিবন্ধন করেছে। সংখ্যাটা ৯১জন। দ্বিতীয় স্থানে ইংল্যান্ড। তাদের ৭৬জন ক্রিকেটার নিলামে নাম লিখেছে। ৫২জন ক্রিকেটার ইংল্যান্ড থেকে। নিউজিল্যান্ডের ৩৯জন, ওয়েস্ট ইন্ডিজের ৩৩জন, আফগানিস্তান ও শ্রীলঙ্কার ২৯জন করে। বাংলাদেশের ১৩জন, নেদারল্যান্ডসের ১২জন।

যুক্তরাষ্ট্র থেকে ১০ জন ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন। আয়ারল্যান্ডের ৯ জন, জিম্বাবুয়ের ৮ জন, কানাডার ৪ জন, স্কটল্যান্ডের ২ জন, আরব আমিরাত ও ইতালির ১ জন করে ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন।

সাধারণত প্রতি তিন বা চার বছর পরপর আইপিএলের মেগা নিলাম অনুষ্ঠিত হয়। এবার অবশ্য দুই বছর পরই হচ্ছে সেটি। বড় পরিসরের আগের চারটি (২০১১, ২০১৪, ২০১৮ ও ২০২২) নিলাম ভারতেই হয়েছিল। গতবছর দুবাইতে হয়েছিলো আইপিএলের মিনি নিলাম।

আইএইচএস/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version