Site icon Amra Moulvibazari

মিরসরাইয়ে সাবেক গণপূর্তমন্ত্রীসহ ২৩৬ জনের নামে মামলা

মিরসরাইয়ে সাবেক গণপূর্তমন্ত্রীসহ ২৩৬ জনের নামে মামলা


মিরসরাইয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনসহ ২৩৬ জনের নামে মামলা হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ মঈন উদ্দিন মামলাটি করেন।

এছাড়াও মামলায় চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন ও জসিম উদ্দিনসহ ১৫৬ জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাত আরও ৭০-৮০ জনের নামে মামলা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০১৭ সালের ২৮ অক্টোবর বেগম খালেদা জিয়া গাড়িবহর নিয়ে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে যাচ্ছিলেন। পথে বিকাল ৫টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের নয়দুয়ারি এলাকায় সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের নির্দেশে হামলা ও ভাঙচুর করা হয়। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে।

এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জানান, আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এম মাঈন উদ্দিন/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version