ভোলার চরফ্যাশনে পানিতে ডুবে দুজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) উপজেলার পৃথক স্থানে এ ঘটনা ঘটে।
তারা হলেন, মো. সিদ্দিক (৬৯) ও তাসছিয়া আক্তার (২)। সিদ্দিক চরফ্যাশন উপজেলার আমিনাবাদ ইউনিয়নের ফরিদাবাজ গ্রামের মো. মতলব আলী ছেলে। তাসছিয়া উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মো. নয়ন মিয়ার মেয়ে।
স্থানীয়রা জানান, তাসছিয়া মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে যায়। বিকেলে স্বজনদের অগোচরে পাশে পুকুরে পরে যায়। পরে খোঁজাখুঁজি করে তার মরদেহ পুকুর থেকে উদ্ধার করে। অপরদিকে সকালে বাড়ির পুকুরের হাত-মুখ ধুতে গিয়ে পানিতে পড়ে মো. সিদ্দিকের মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। কিন্তু পরিবার থেকে কোনো অভিযোগ করেনি।
অন্যদিকে দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ ইফতেখার জানান, পানিতে পড়ে মো. সিদ্দিক নামে একজনের মৃত্যু হয়েছে।
জুয়েল সাহা বিকাশ/আরএইচ/এমএস