Site icon Amra Moulvibazari

আসামিকে বৃদ্ধা মায়ের সেবা ও সন্তানদের লেখাপড়া করানোর রায় দিলো হাইকোর্ট

আসামিকে বৃদ্ধা মায়ের সেবা ও সন্তানদের লেখাপড়া করানোর রায় দিলো হাইকোর্ট

৪১১ পিস ইয়াবা পাওয়ার অভিযোগে করা মামলায় নিম্ন আদালতে পাঁচ বছরের কারাদন্ডের আদেশ পান কেরানীগঞ্জের বাসিন্দা মতিন আকবর। ২০ মাস জেলও খাটেন এই আসামী।

এরই মাঝে নিজেকে নির্দোষ দাবি করে সাজার বিরুদ্ধে হাইকোর্টে আপিল করলে রোববার উচ্চ আদালত সাজা বহাল রাখেন। তবে হাইকোর্ট মতিন আকবরকে দেন এক ব্যতিক্রমী রায়।

রায়ে আসামীকে জেলে ফেরত পাঠানোর বদলে তাকে নিজ পরিবারের কাছে থেকে সংশোধনীর সুযোগ দেন হাইকোর্ট। শর্ত দেয়া হয় ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে সেবা আর দুই সন্তানকে লেখাপড়া করানোর।

উচ্চ আদালতের এই রায়কে যুগান্তকারী উল্লেখ করে আইনজীবীরা জানান, হাইকোর্টে মাদক মামলার আসামীকে সংশোধনের সুযোগ দেয়া ঘটনা এটিই প্রথম।

আদালতের এমন মানবিক রায় পেয়ে খুশি আসামী মতিন আকবর ও তার পরিবার। তবে শর্ত পালনে ব্যর্থ হলে আসামীকে কারাগারে ফেরত যেতে হবে বলেও রায়ে বলেন হাইকোর্ট।

Exit mobile version