Site icon Amra Moulvibazari

পুলিশকে মাদক কারবারের তথ্য দেয়ায় গলা কেটে হত্যা

পুলিশকে মাদক কারবারের তথ্য দেয়ায় গলা কেটে হত্যা

গাজীপুরে পুলিশের এক সোর্সকে গলা কেটে হত্যায় জড়িত চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে মাদকের তথ্য দেয়ায় তাকে হত্যা করেছে বলে দায় স্বীকার করেছে আসামীরা।

শুক্রবার র‍্যাব-১ এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গত ১৬ই অক্টোবর পুলিশের এক সোর্স সাগর নিখোঁজ হয়। তিন দিন পর ভাওয়াল বন থেকে তার গলা কাটা অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।

এই ঘটনায় অজ্ঞাত বেশ কয়েকজনকে আসামী করে সদর থানায় মামলা করে নিহতের পরিবার। পরে বৃহস্পতিবার রাতে গাজীপুর সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চার জনকে গ্রেফতার করে র‍্যাব। পরে তাদের সদর থানায় হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক মামলা রয়েছে বলেও জানিয়েছে র‍্যাব।

Exit mobile version