Site icon Amra Moulvibazari

সালমানকে আবারও হত্যার হুমকি, পুলিশের জালে বিক্রম

সালমানকে আবারও হত্যার হুমকি, পুলিশের জালে বিক্রম


সালমান খানকে মোটেই শান্তিতে থাকতে দিচ্ছে না দুষ্কৃতকারীরা। কয়েকমাস ধরে তাকে একের পর এক হুমকি দিচ্ছে। প্রতিবার নতুন নতুন দাবি করে ভাইজানকে হত্যার হুমকি আসছে। এবার এক সপ্তাহের মধ্যে দুইবার হুমকি পেলেন বলিডের এ অভিনেতা।

সোমবার (৪ নভেম্বর) রাতে মুম্বাই পুলিশের কন্ট্রোল রুমে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোলের নাম করে হোয়াটসঅ্যাপে এ হুমকির বার্তা এসেছে বলে ভারতের বিভিন্ন গণমাধ্যম জানাচ্ছে। তবে শেষ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ৫ কোটি টাকা চেয়ে হুমকি দেওয়া ৩৫ বছরের এক যুবককে।

ফোনে যে হুমকি এসেছে তাতে বলা হয়, ‘লরেন্সের ভাই বলছি, সালমান খানকে যদি বাঁচতে চান, তবে আমাদের মন্দিরে গিয়ে ক্ষমাপ্রার্থনা করুন। আর যদি তা না করেন, তা হলে ৫ কোটি টাকা দিতে হবে। দুটির কোনটিই যদি না করেন, তবে সালমানকে খুন করা হবে। আমাদের গ্যাং এখনো নজর রাখছে’। কিন্তু পরে জানা গেছে, এই ব্যক্তি লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোল নন। ওই যুবকের নাম বিক্রম। তিনি কর্নাটকের বাসিন্দা। তার পেশা জানা যায়নি। জিজ্ঞাসাবাদের জন্য মুম্বাই নিয়ে আসা হচ্ছে বিক্রমকে।

তবে ৫ কোটি টাকা চেয়ে এ প্রথম নয়, হুমকির বার্তা আগেও এসেছে। গত ১৮ অক্টোবর মুম্বই ট্র্যাফিক পুলিশের হোয়াটসঅ্যাপ নম্বরে লরেন্স বিষ্ণোইয়ের নাম করে একটি হুমকিবার্তা আসে। বলা হয়, সালমান খানকে দ্রুত ৫ কোটি টাকা দিতে হবে। না হলে এনসিপি নেতা বাবা সিদ্দিকির থেকেও করুণ পরিণতি হবে তার। এরপরই তৎপর হয় মুম্বাই পুলিশ। তদন্তে নেমে পুলিশ জামশেদপুর থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করে।

আরও পড়ুন:

পুলিশের অভিযোগে জানা গেছে, বিষ্ণোইয়ের নাম করে সে-ও সালমানকে হুমকি দিয়েছিল! এই একই কায়দায় হুমকি পাঠিয়েছে কর্নাটকের বিক্রমও। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হুমকিবার্তা আসছে সালমানের কাছে। কিন্তু এতে ভয় না সালমান তার কাজ চালিয়ে যাচ্ছেন।

এমএমএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version