Site icon Amra Moulvibazari

আজকের জোকস: হোটেলে ফ্রি খাওয়ার কৌশল

আজকের জোকস: হোটেলে ফ্রি খাওয়ার কৌশল


হোটেলে ফ্রি খাওয়ার কৌশল

হোটেল থেকে খাবার খেয়ে এক লোক বেরিয়ে যাচ্ছে। আর এক লোক তখন ম্যানেজারকে একটা বিশ টাকার নোট দিয়ে বিল মিটাচ্ছিল। নোটটার কোনায় একটা লাল দাগ আছে এটা প্রথম লোকটি লক্ষ করল। তারপর মৌরি চিবাতে-চিবাতে সে বেরিয়ে যাবার উপক্রম করল।

ম্যানেজার ডেকে বলল, এই যে দাদা, বিল দিয়ে যান।

লোকটি: বিল তো দিয়েছি। দেখুন ড্রয়ারে লাল দাগওয়ালা একটা কুড়ি টাকার নোট আছে। ম্যানেজার ড্রয়ার খুলে দেখল সত্যি তাই ড্রয়ারে লাল দাগওয়ালা একটা কুড়ি টাকার নোট। ভাবল হয়তো তার ভুল হয়েছে।

তখন বর্ষাকাল। কাউন্টারের পাশে ম্যানেজারের একটা ছাতা রাখা ছিল। লোকটি আরও খানিকটা মৌরি মুখে দিয়ে ছাতাটা হাতে নিয়ে ম্যানেজারের উদ্দেশ্যে বললো, ‘এখন বলুন যে এই ছাতাটাও আপনার।’

****

রঞ্জু ও ছাগল

রঞ্জু রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে। কিছুদিন পর সে একটি ছাগল নিয়ে বাড়ি ফিরল।

এটা দেখে রঞ্জুর স্ত্রী বললো, ওই বদমাশটাকে নিয়ে এলে কেন?
রঞ্জু: বদমাশ বলছ কেন, দেখছ না এটা ছাগল!
রঞ্জুর স্ত্রীর: আমি তো ছাগলকেই জিজ্ঞেস করেছি।

 

কেএসকে/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version