Site icon Amra Moulvibazari

কোহলিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন শান্ত

কোহলিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন শান্ত


দেখতে দেখতে জীবনের ৩৫টা বসন্ত কাটিয়ে ফেলেছেন বিরাট কোহলি। আজ ৫ নভেম্বর ভারতীয় ক্রিকেটের কিং কোহলির ৩৬তম জন্মদিন।

জন্মদিনে শুভেচ্ছাবার্তায় ভাসছেন কোহলি। বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটারের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তও।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বার্তায় কোহলিকে ম্যানশন করে শান্ত লিখেছেন, ‘শুভ জন্মদিন বিশ্বসেরা। দারুণ একটি দিন কাটুক কিংবদন্তি বিরাট কোহলি।’

এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে মোট ৮০টি সেঞ্চুরি করেছেন কোহলি। টেস্ট ক্রিকেটে ৭টি ডাবল সেঞ্চুরিসহ ২৯টি সেঞ্চুরি, ওয়ানডেতে ৫০টি সেঞ্চুরিতে ভেঙেছেন শচীন টেন্ডুলকারের রেকর্ড। টি-টোয়েন্টিতেও একটি সেঞ্চুরি রয়েছে কোহলির।

এছাড়া রান তাড়ায় সর্বাধিক ২৭টি সেঞ্চুরি করার রেকর্ড কোহলির দখলে। এজন্য তাকে ডাকা হয় ‘চেজ মাস্টার।‘ এছাড়াও আরও অনেক রেকর্ডে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন কোহলি।

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version