যুক্তরাষ্ট্রের সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি ও এফবিআই পরিচালক ক্রিস্টোফার র্যেকে শিরশ্ছেদের হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্পের সাবেক উপদেষ্টা স্টিভ ব্যানন।
এই সহিংস আচরণের দায়ে এরই মধ্যে ব্যাননের টুইটার অ্যাকাউন্ট চিরতরে বাতিল করে দেয়া হয়েছে। ইউটিউব ও ফেইসবুক থেকেও সরিয়ে ফেলা হয়েছে ভিডিওটি।
ভিডিওটিতে ব্যানন বলেন দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হলে র্যে এবং ফাউচিকে শুধু বরখাস্তই নয় প্রাচীন পদ্ধতিতে শিরশ্ছেদ করা উচিত।
করোনা পরিস্থিতিতে আগে থেকেই প্রেসিডেন্ট ট্রাম্পের রোষানলে ছিলেন ফাউচি। মহামারী মোকাবেলায় ফাউচির পরামর্শ শুরু থেকেই উপেক্ষা করেছেন ট্রাম্প।