বিচার বিভাগ পৃথককরণ সংক্রান্ত মাসদার হোসেন মামলার রায় নিয়ে বিরূপ মন্তব্য করে একটি জাতীয় দৈনিকে কলাম লেখায় ড. আবদুস ছালামের নামে আদালত অবমাননার অভিযোগ দায়ের করা হয়েছে।
বিচারকদের সংগঠন জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব মোহাম্মদ মাজহারুল ইসলামের করা আবেদনটি মঙ্গলবার (৫ নভেম্বর) শুনানি হতে পারে।
বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে আবেদনটি তালিকাভুক্ত রয়েছে।
দৈনিক যুগান্তরে ১ নভেম্বর ‘ফিরে দেখা বিচার বিভাগ পৃথককরণ’ শীর্ষক কলামটি লেখেন ড. মোহাম্মদ আবদুস ছালাম।
এতে আদালত অবমাননা হয়েছে বলে অভিযোগ তুলে আবেদনটি করা হয়।
আবেদনে বিবাদী করা হয়েছে, লেখক ড. মোহাম্মদ আবদুস ছালাম, যুগান্তরের সম্পাদক ও প্রকাশককে।
এফএইচ/ইএ/জিকেএস
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।