Site icon Amra Moulvibazari

নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২

নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২


নেত্রকোনার কলমাকান্দায় জমিতে সেচ মোটরের মেরামতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে উপজেলার পোগলা ইউনিয়নের বেকরিকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন সাবেক সেনা সদস্য রফিকুল ইসলাম (৫৫), কৃষি শ্রমিক সুমন মিয়া (৩২)। আহত ব্যক্তি হলেন জায়েদুল মিয়া (৪০)।

পুলিশ জানায়, সকাল ৮টার দিকে রফিকুল ইসলামের বাড়ির পেছনে জমিতে সেচ দেওয়ার জন্য বৈদ্যুতিক মেশিন মেরামতের কাজ করছিলেন তারা। এসময় বিদ্যুতের তারে জড়িয়ে যান রফিকুল। পরে তাকে বাঁচাতে গেলে ওই দুজনও তারে জড়িয়ে বিদ্যুতায়িত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গুরুতর আহত জায়েদুলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কলমাকান্দা থানায় অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেন জানান, খবর পেয়ে পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এইচ এম কামাল/জেডএইচ/জেআইএম

Exit mobile version