Site icon Amra Moulvibazari

গাজীপুরে মহাসড়ক আটকে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুরে মহাসড়ক আটকে শ্রমিকদের বিক্ষোভ


গাজীপুরে টি অ্যান্ড জেড অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় বিক্ষোভ করেন তারা। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন কর্মজীবী মানুষ। এরপর পুলিশের আশ্বাসে শ্রমিকরা সড়ক থেকে সরে গেলে এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

শ্রমিকরা জানান, গাজীপুরের মালিকের বাড়ি এলাকায় টি অ্যান্ড জেড অ্যাপারেলস নামের একটি পোশাক কারখানা রয়েছে। শ্রমিকদের বেতন-ভাতা না দিয়ে কর্তৃপক্ষ কারখানা বন্ধ রাখে। তাদের ছয়টি কারখানায় সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বেতন বকেয়া।

এ নিয়ে শ্রমিকরা বেতন পরিশোধের দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু কারখানা কর্তৃপক্ষ তা পরিশোধ করেনি। পরে মঙ্গলবার সকালে শ্রমিকরা কারখানার সামনে জড়ো হতে থাকেন। এক পর্যায়ে তারা মালেকের বাড়ি কলম্বিয়া মোড় এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এসময় ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

কারখানার শ্রমিক রফিকুল ইসলাম বলেন, গত দুই মাস ধরে বেতন দিচ্ছে বললেও এখন পর্যন্ত বেতন পাইনি। ফলে বাধ্য হয়ে রাস্তায় নামতে হয়েছে।

গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান বলেন, কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দেওয়া হয়েছে। শ্রমিকদের সড়ক অবরোধের কারণে বেশ কিছু সময় যান চলাচল বন্ধ ছিল।

মো. আমিনুল ইসলাম/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version