মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে তেলবুঝাই ট্রেন লাইনচ্যুত হয়ে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যােগাযােগ বন্ধ রয়েছে ।
শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে সিলেট – আখাউড়া রেলপথের শ্রীমঙ্গলের সাতগাঁও রেলস্টেশনের কাছে তেলবােঝাই ট্রেনটি লাইনচ্যুত হয় ।
শ্রীমঙ্গল রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার সাখাওয়াত হােসেন জানান , চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী তেলবাহী ৯৫১ ট্রেনের সাতটি বগি সাতগাঁও রেলস্টেশনের অদূরে লাইনচ্যতু হয়ে বগি উল্টে যায় ।
কুলাউড়া থেকে হাইড্রোলিক টুল ভ্যান ঘটনাস্থলে পৌঁছানাের পর উদ্ধার কাজ শুরু হবে ।