Site icon Amra Moulvibazari

শ্রীমঙ্গলে তেলবােঝাই ট্রেন লাইনচ্যুত হয়ে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যােগাযােগ বন্ধ রয়েছে

শ্রীমঙ্গলে তেলবােঝাই ট্রেন লাইনচ্যুত হয়ে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যােগাযােগ বন্ধ রয়েছে

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে তেলবুঝাই ট্রেন লাইনচ্যুত হয়ে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যােগাযােগ বন্ধ রয়েছে ।

শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে সিলেট – আখাউড়া রেলপথের শ্রীমঙ্গলের সাতগাঁও রেলস্টেশনের কাছে তেলবােঝাই ট্রেনটি লাইনচ্যুত হয় ।

শ্রীমঙ্গল রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার সাখাওয়াত হােসেন জানান , চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী তেলবাহী ৯৫১ ট্রেনের সাতটি বগি সাতগাঁও রেলস্টেশনের অদূরে লাইনচ্যতু হয়ে বগি উল্টে যায় ।

কুলাউড়া থেকে হাইড্রোলিক টুল ভ্যান ঘটনাস্থলে পৌঁছানাের পর উদ্ধার কাজ শুরু হবে ।

Exit mobile version