Site icon Amra Moulvibazari

কুয়াকাটা সৈকতকে নান্দনিক করতে উচ্ছেদ অভিযান

কুয়াকাটা সৈকতকে নান্দনিক করতে উচ্ছেদ অভিযান


পটুয়াখালীর কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে পৌরভবন পর্যন্ত প্রায় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ৮টায় শুরু হয় এই অভিযান। চলবে দুদিন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি (নির্বাহী ম্যাজিস্ট্রেট) ও কুয়াকাটা পৌরসভার প্রশাসক মো. কৌশিক আহমেদ। এসময় সেনাবাহিনী, পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

এর আগে স্থাপনা সরিয়ে নিতে মাইকিং করে প্রশাসন। তাদের কুয়াকাটা বীজ ম্যানেজমেন্ট কমিটির দেওয়া নির্ধারিত জায়গায় স্থাপনা স্থানান্তরের জন্য অনুরোধ করা হয়। অনেকে স্থাপনা সরিয়ে নেয়। তবে যারা সরিয়ে নেয়নি তাদের স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, কুয়াকাটা সমুদ্র সৈকতকে সৌন্দর্যমণ্ডিত করতে এবং রাস পূর্ণিমাকে সামনে রেখে অবৈধ স্থাপনাগুলোকে সরিয়ে নিতে উপজেলা প্রশাসনের সঙ্গে আমাদের সহযোগিতা রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলাম বলেন, আমরা পাঁচ শতাধিকের বেশি অবৈধ দখলদারকে আইনগত প্রক্রিয়ায় নির্ধারিত স্থানে স্থানান্তরিত হওয়ার জন্য বলেছি। তবে নির্দিষ্ট সময় পরও অনেকে স্থাপনা সরিয়ে নেয়নি। তারপর আমরা জেলা প্রশাসকের মাধ্যমে যথাযথ আইনগত প্রক্রিয়ায় নির্বাহী মাজিস্ট্রেটের মাধ্যমে উচ্ছেদ করি। আমাদের এ প্রক্রিয়া চলমান। কুয়াকাটা জিরো পয়েন্টকে কেন্দ্র করে নান্দনিকতা ফিরিয়ে আনতে এলাকায় দুপাশে উচ্ছেদ করা হয়েছে।

আসাদুজ্জামান মিরাজ/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version