Site icon Amra Moulvibazari

মেক্সিকোর ইতিহাস জাদুঘরের পদক পেলেন রাষ্ট্রদূত আবিদা ইসলাম

মেক্সিকোর ইতিহাস জাদুঘরের পদক পেলেন রাষ্ট্রদূত আবিদা ইসলাম


মেক্সিকোর চাপুলটেপেক প্রাসাদে অবস্থিত জাতীয় ইতিহাস জাদুঘরের ৮০তম বার্ষিকীতে বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলামকে ‘মুসেও নাসিওনাল দে হিস্টোরিয়া-কাস্তিলো দে চাপুলটেপেক’ পদকে ভূষিত করা হয়েছে।

সম্প্রতি আইএসভিই ফাউন্ডেশনের সঙ্গে মিলিতভাবে দেওয়া এই সম্মানে রাষ্ট্রদূত আবিদা ইসলামের পাশাপাশি ১২ জন রাষ্ট্রদূতকে সাংস্কৃতিক কূটনীতিতে তাদের অবদান এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও প্রচারে ভূমিকা রাখার জন্য স্বীকৃতি দেওয়া হয়।

রাষ্ট্রদূত আবিদা ইসলামসহ অন্যান্য কূটনীতিক ও জাদুঘরের পেশাজীবীদের প্রচেষ্টা মেক্সিকোর জাতীয় ইতিহাস জাদুঘর, জাতীয় নৃতত্ত্ব ও ইতিহাস ইনস্টিটিউট এবং দেশজুড়ে বিভিন্ন জাদুঘরের সঙ্গে মিলিতভাবে সহযোগিতার প্রতীক।

চাপুলটেপেক প্রাসাদের এই সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেক্সিকোর জাতীয় জাদুঘরের মহাপরিচালক আলেহান্দ্রা গোমেজ কোলোরাডো, আইএসভিই ফাউন্ডেশনের পরিচালক ইস্রায়েল গুয়েরেরো, জাতীয় ইতিহাস জাদুঘরের পরিচালক সালভাদোর রুয়েদা স্মিথার্স।

রাষ্ট্রদূত আবিদা ইসলাম এই সম্মানের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক ও পারস্পরিক ঐতিহ্য আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি যোগ করেন, এই পদক বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যে স্থায়ী বন্ধুত্ব এবং সাংস্কৃতিক বিনিময়ের এক উজ্জ্বল প্রতীক, যা দুই দেশের ক্রমবর্ধমান অংশীদারত্বে আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

এমআরএম/জিকেএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি,
স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা
পাঠানোর ঠিকানা –
[email protected]
Exit mobile version