বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার পদমর্যাদার (এএসপি) একজন কর্মকর্তা স্বেচ্ছায় চাকরি থেকে অব্যাহতি নিয়েছেন। ওই কর্মকর্তার নাম জন রানা। তিনি সিরাজগঞ্জের বেলকুচি সার্কেলে সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।
জন রানা ৩৬তম বিসিএস (পুলিশ) ক্যাডারে নিয়োগপ্রাপ্ত। তার আবেদনের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ তাকে চাকরি থেকে অব্যাহতি প্রদান করেছে।
জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখার উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এএসপি জন রানাকে অব্যাহতি দেওয়া হয়।
জানা গেছে, জন রানার নিজ জেলা রাজশাহী। তিনি ২০১৮ সালে ৩৬তম বিসিএস (পুলিশ) ক্যাডারে নিয়োগপ্রাপ্ত হন। তবে তিনি কী কারণে চাকরি থেকে অব্যাহতি নিয়েছেন, তা জানা যায়নি।
টিটি/এমএইচআর/জিকেএস
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।