Site icon Amra Moulvibazari

কম্পিউটার প্রশিক্ষণার্থীদের মধ্যে ইডিপির সনদপত্র বিতরণ

কম্পিউটার প্রশিক্ষণার্থীদের মধ্যে ইডিপির সনদপত্র বিতরণ


অ্যাম্পাওয়ারিং ডেভেলপমেন্ট প্রজেক্টের (ইডিপি) কম্পিউটার প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের চার্চ এভিনিউ কোম্পানীগঞ্জ সমিতি ভবনে তাদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।

ইডিপির নির্বাহী পরিচালক আম্বিয়া বেগম সংগঠনটির শুরু থেকে ১০ বছরের কার্যক্রম তুলে ধরে বলেন, বেকারদের কম্পিউটারে হাতেখড়ি এবং প্রশিক্ষিত করায় মূলত ইডিপির অন্যতম উদ্দেশ্য। বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ, টেইলরিং, স্পিকিং কোর্স, বিউটি পার্লার কোর্স ও ব্রাইডল মেকাপ তাদের জন্য খুবই সহায়ক হবে যারা সত্যিই তাদের জীবনে কিছু অর্জন করতে চায়। আধুনিক যুগে কম্পিউটার জানা সবার জন্য জরুরি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি কাউন্সিলর শাহানা হানিফ। তিনি ইডিপির কাজ দেখে ভূয়সী প্রশংসা করেন। প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন।

বক্তব্য দেন কমিউনিটি বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ এন মজুমদার, ইডিপির রিচার্স কনসালটেন্ট ড. মুন্সি মর্তুজা আলী, রাজনীতিবিদ সালেহ আহমেদ মানিক, বাংলাদেশ-আমেরিকান সাংবাদিক অ্যাসোসিয়েশনের (বাসা) সাবেক সভাপতি শহীদুল্লাহ কাইছার, কম্পিউটার প্রশিক্ষক যুবায়ের আব্দুলাহ, প্রফেসর সৈয়দ জহির উদ্দীন আজাদ, বাসার প্রেসিডেন্ট রেকসোনা মজুমদার, বেলভিউ হাসপাতালের নার্স, আবুল বাশার।

এছাড়া আবুল কালাম ভূঁইয়া, নিউইয়র্ক সিটি কারেকশন অফিসার মো. আসাদুজ্জামান আসাদ, কুষ্টিয়া জেলা সমিতির ট্রাস্টি বোর্ডের সদস্য ও নিউইয়র্ক হাউস অথরিটির ম্যানেজার মো. আশরাফুল আলম, জেনারেল ম্যানেজার পার্কিং সিস্টেম প্লাস, ব্রংক্স, মোশারফ হোসেন সবুজ, সেক্রেটারি, কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, জাহিদ মিন্টু, সমাজসেবক ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী, বাংলাদেশ সোসাইটি, মনিকা রায় চৌধুরী, মোহাম্মদ আলী, কমিউনিটি বোর্ড মেম্বার।

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেছেন সমাজসেবক জাহিদ মিন্টু। বক্তারা ইডিপির উত্তরোত্তর সফলতা কামনা করে বলেন, ইডিপির সাহসী পদক্ষেপ আমাদের অভিভূত করেছে। ভলান্টিয়ার কাজের জন্য ইডিপির কম্পিউটার ইনস্ট্র্যাক্টর আব্দুল্লাহ জুবায়েরকে সিটি কাউন্সিল থেকে সার্টিফিকেট দেওয়া হয়।

এ সময় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি ব্যবসায়ী এস এম আলম। মেহের আফরোজ নোহার সঞ্চালনায় কোরআন তেলোওয়াত করেন নাহেল মাহমুদ। গীতা পাঠ করেন বিশ্বশীল।

প্রধান অতিথি সিটি কাউন্সিলর শাহানা হানিফকে ইডিপির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয় এবং রত্নগর্ভা মা রেক্সনা মজুমদারকেও সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

এমআরএম/জিকেএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি,
স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা
পাঠানোর ঠিকানা –
[email protected]
Exit mobile version