Site icon Amra Moulvibazari

ভারতের চলচ্চিত্র উৎসবে মোহাম্মদ রফিসহ চার কিংবদন্তিকে শ্রদ্ধা

ভারতের চলচ্চিত্র উৎসবে মোহাম্মদ রফিসহ চার কিংবদন্তিকে শ্রদ্ধা


ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (আইএফএফআই) দেশটির চার চলচ্চিত্র কিংবদন্তিকে বিশেষ শ্রদ্ধা জানানো হবে। এরা হলেন জনপ্রিয় গায়ক মোহাম্মদ রফি, অভিনেতা-পরিচালক রাজ কাপুর, পরিচালক তপন সিনহা, তেলুগু সিনেমার তারকা আক্কিনেনি নাগেশ্বর রাও (এএনআর)। এ চার কিংবদন্তির ১০০তম বার্ষিকীও যথাযথ সম্মান ও শ্রদ্ধার সঙ্গে চলচ্চিত্র উৎসবে পালন করা হবে।

এ বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে শিল্পীদের ভারতীয় সিনেমায় গুরুত্বপূর্ণ অবদান তুলে ধরা হবে। উৎসবে তাদের ক্লাসিক সিনেমা ও গান প্রদর্শন করা হবে। সেগুলো হবে নতুন করে সংযোজিত, যেন দর্শক চার কিংবদন্তিকে নতুন করে উপভোগ করতে পারেন।

এই শ্রদ্ধা আইএফএফআইয়ের ৫৫তম সংস্করণের অংশ, যেখানে বিভিন্ন কার্যক্রম এবং আলোচনা অনুষ্ঠিত হবে। উৎসবে প্রদর্শনী এবং সংগীত পরিবেশনারও ব্যবস্থা থাকবে।

অনুষ্ঠানটি ভক্তদের এবং নতুনদের জন্য একটি স্মরণীয় মুহূর্ত হবে। চার কিংবদন্তিকে নতুন প্রজন্মের কাছে ব্যাপক পরিসরে ছড়িয়ে দেবে।

এলএ/এমএমএফ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version