Site icon Amra Moulvibazari

শ্বশুর বাড়িতে বৈদ্যুতিক বাল্ব লাগানোর সময় যুবকের মৃত্যু

শ্বশুর বাড়িতে বৈদ্যুতিক বাল্ব লাগানোর সময় যুবকের মৃত্যু


চট্টগ্রামের বোয়ালখালীতে শ্বশুর বাড়িতে বৈদ্যুতিক বাল্ব লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ঠে মো. মনছুর আলম (৩৯) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যায় বোয়ালখালী থানাধীন শাকপুরা ইউনিয়নে ৭ নম্বর ওয়ার্ডের ইয়াছিন তালুকদার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

মনছুর আলম পটিয়া উপজেলার ভাটিখাইন এলাকার প্রয়াত ইমাম শরীফের ছেলে। তিনি কয়েকদিন আগে শাকপুরায় শ্বশুর বাড়িতে বেড়াতে এসেছিলেন। তার একটি সন্তান রয়েছে বলে জানা গেছে।

স্থানীয় ইউপি সদস্য কফিল উদ্দিন বলেন, শ্বশুর বাড়িতে বৈদ্যুতিক বাল্ব লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হন মনছুর আলম। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রাফেদুল ইসলাম বলেন, মনছুর নামের এক যুবককে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হলে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করা হয়।

এমডিআইএইচ/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version