Site icon Amra Moulvibazari

দধি ব্যবসার আড়ালে মাদক বিক্রি

দধি ব্যবসার আড়ালে মাদক বিক্রি


নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদক কারবারের অভিযোগে আবুল বাশার প্রকাশ বাদশা (৪৭) নামের এক দধি ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

রোববার (৩ নভেম্বর) রাতে চাপরাশিরহাট পূর্ব বাজার ‘আবুল বাশার দধি স্টোর’ থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আবুল বাশার চরফকিরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দই ব্যাপারী বাড়ির মৃত বদিউল আলমের ছেলে। তার কাছ থেকে দেড়কেজি গাঁজা, ৪০ পিস ইয়াবা, মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল হামিদ বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত সাড়ে ১১টার দিকে পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে চাপরাশিরহাট পূর্ব বাজার থেকে তাকে মাদকসহ গ্রেফতার করা হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজি মুহাম্মদ ফৌজুল আজীম বলেন, আবুল বাশারের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে আরও মামলা বিচারাধীন।

ইকবাল হোসেন মজনু/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version