Site icon Amra Moulvibazari

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ৪ নভেম্বর ২০২৪

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ৪ নভেম্বর ২০২৪


বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া নিয়ে প্রশ্ন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর

কীসের ভিত্তিতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া হয়েছে তা কেন্দ্রীয় সরকারের কাছে জানতে চেয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। একটি নির্বাচনী সমাবেশে বক্তৃতা করার সময় মুখ্যমন্ত্রী বলেন, আমি জানতে চাই, বিজেপির কি বাংলাদেশের সঙ্গে কোনো অভ্যন্তরীণ সমঝোতা আছে?

বাংলাদেশিদের অভাবে ক্ষতির মুখে পশ্চিমবঙ্গের পর্যটন শিল্প

বাংলাদেশি পর্যটকদের অভাবে এরই মধ্যে কলকাতার নিউমার্কেট চত্বরের ব্যবসা মুখ থুবড়ে পড়েছে। এবার বাংলাদেশি পর্যটকদের অভাবে পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে হোটেল ব্যবসাও ক্ষতির মুখে।

মার্কিন নির্বাচন নিয়ে কী ভাবছেন চীনা নাগরিকরা?

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ মঙ্গলবার (৫ অক্টোবর)। স্বাভাবিকভাবেই এই নির্বাচনের দিকে তাকিয়ে আছে সারাবিশ্ব। ব্যতিক্রম নয় দেশটির সঙ্গে বৈরী সম্পর্ক থাকা চীনও। চীনের সাধারণ জনগণ অত্যন্ত আগ্রহের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দিকে নজর রাখছেন। অবশ্য তাদের মধ্যে কিছুটা উদ্বেগও কাজ করছে।

ভোটারদের কী প্রতিশ্রুতি দিচ্ছেন ট্রাম্প-কমলা?

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের বাকি আর মাত্র একদিন। আগামী মঙ্গলবার (৫ নভেম্বর) মার্কিন ভোটাররা বেছে নেবেন তাদের পরবর্তী প্রেসিডেন্টকে। এতে একাধিক প্রার্থী থাকলেও মূল লড়াই হবে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মধ্যে। ভোটের আগে শেষ মুহূর্তে ভোটারদের মন জিততে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই দুই নেতা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।

গাজা যুদ্ধ শেষ করতে সাধ্যের সব করবো: কমলা হ্যারিস

গাজা যুদ্ধ শেষ করতে ‘সাধ্যের মধ্যে সবকিছু’ করার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ও যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। রোববার (৩ নভেম্বর) মিশিগান স্টেট ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত এক জনসভায় এই ঘোষণা দেন তিনি।

হোয়াইট হাউজ ছেড়ে আসাটাই উচিত হয়নি আমার: ট্রাম্প

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও আসন্ন নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমার হোয়াইট হাউজ ছেড়ে আসাটাই উচিত হয়নি। রোববার (৩ নভেম্বর) পেনসিলভেনিয়ায় শেষ মুহূর্তের প্রচারে বক্তব্য দেওয়ার সময় সমর্থকদের উদ্দেশে তিনি এমন মন্তব্য করেন।

ভারতীয় রুপির রেকর্ড পতন

ডলারের বিপরীতি ভারতীয় রুপির রেকর্ড পতন হয়েছে। স্থানীয় স্টকস থেকে অব্যাহত আউটফ্লো-এর কারণে মুদ্রাটি চাপে পড়েছে। যদিও এশিয়ার অন্যান্য দেশের মুদ্রা দুর্বল ডলারের কারণে সুবিধা পাচ্ছে। সোমবার (৪ নভেম্বর) রুপির মূল্য কমে ৮৪ দশমিক ১০৫০ হয়েছে, যা আগের রেকর্ড ৮৪ দশমিক ০৯৫০ থেকে সামান্য বেশি।

আদালতে কাঁদলেন ইমরান খানের স্ত্রী

ইসলামাবাদের একটি স্থানীয় আদালতে শুনানি চলাকালে তেইরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠতা ইমরান খানের স্ত্রী বুশরা বিবি নিজের ও স্বামীর প্রতি অবিচারের কথা উল্লেখ করে কেঁদেছেন। এদিন ইসলামাবাদের জেলা ম্যাজিস্ট্রেট আফজাল মাজোকারের আদালতে ছয়টি মামলায় ইমরান খানের ও অন্য একটি মামলায় নিজের জামিন পেতে হাজির হন তিনি।

বরফ-শিলায় ঢেকে গেছে সৌদির মরুভূমি

সৌদি আরবে টানা বৃষ্টির কারণে সতর্কতা জারি করেছে দেশটির সিভিল ডিফেন্সের জেনারেল ডিরেক্টরেট। এতে নাগরিকদের সাবধানে থাকার উপদেশ দেওয়া হয়েছে। উত্তর সীমান্ত অঞ্চলে শনিবার ব্যাপক বৃষ্টি ও বজ্রঝড় হয়েছে। বিশেষ করে রাফা গভর্নরেট ও এর আশেপাশের এলাকাগুলোতে।

বন্যা মোকাবিলায় ব্যর্থতা, স্পেনে রাজা-রানির গায়ে কাদা ছুড়লো ক্ষুব্ধ জনতা

বন্যাকবলিত ভ্যালেন্সিয়া প্রদেশ পরিদর্শনে গিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়লেন স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ এবং রানি লেতিজিয়া। তাদের গায়ে কাদা ও অন্যান্য বস্তু ছুড়ে বিক্ষোভ করেছেন সেখানকার বাসিন্দারা। ভিডিওতে দেখা যায়, পায়পোর্টা শহরে স্প্যানিশ রাজা-রানির গায়ে কাদা ছুঁড়ে এবং তাদের ‘মার্ডারার’ (হত্যাকারী) ও ‘শেম’ (লজ্জা) বলে চিৎকার করছে একদল ক্ষুব্ধ মানুষ। এসময় মুখ ও পোশাকে কাদামাটি লেগে থাকা অবস্থাতেই রাজা-রানি বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন ও তাদের সান্ত্বনা দেন।

এসএএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version