Site icon Amra Moulvibazari

টেকনাফে ১২ রোহিঙ্গা নারী-শিশু উদ্ধার

টেকনাফে ১২ রোহিঙ্গা নারী-শিশু উদ্ধার


কক্সবাজারের টেকনাফ থেকে ১২ রোহিঙ্গা নারী-শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় মানবপাচার চক্রে চার সদস্যকে আটক করা হয়।

আটকরা হলেন, টেকনাফ সদরের দক্ষিণ লম্বরি মো. কাসেমের ছেলে নুরুল আমিন (২৫), একই ইউনিয়নের কেফায়েত উল্লাহর ছেলে নুরুল আফসার (১৯), জাদিমুড়ার আবু তাহেরের ছেলে মিনহাজ উদ্দিন (২০), নোয়াখালী হাতিয়ার রফিক সরকারের ছেলে মো. আল আমিন (২৪)।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, রোববার দিনগত রাত
৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সদর ইউনিয়নের লম্বরি এলাকার একটি সুপারি বাগান থেকে ১২ নারী-শিশুকে উদ্ধার করা হয়। সাগরপথে মালয়েশিয়ায় পাচারের জন্য তাদের এখানে রাখা হয়। এসময় চারজনকে আটক করা হয়।

ওসি আরও বলেন, জিজ্ঞাসাবাদে তারা মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক বলে জানায়। তারা উখিয়া-টেকনাফের বিভিন্ন ক্যাম্পে ছিলেন।

জাহাঙ্গীর আলম/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version