Site icon Amra Moulvibazari

মিঠুন চক্রবর্তীর প্রথম স্ত্রী মারা গেছেন

মিঠুন চক্রবর্তীর প্রথম স্ত্রী মারা গেছেন


দুই বাংলার জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তীর প্রথম স্ত্রী হেলেনা লিউক মারা গেছেন। রবিবার (৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি বিরল রোগে ভুগছিলেন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি সূত্রে এ তথ্য জানা গেছে।

মিঠুন চক্রবর্তীর সঙ্গে সত্তরের দশকে হেলেনার প্রেম হয়। ১৯৭৯ সালে তারা বিবাহবন্ধনেআবদ্ধ হন। মৃত পর হেলেনার পুরোনো একটি সাক্ষাৎকার গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এ থেকে জানা গেছে, প্রথম প্রথম সব কিছুই ঠিক ছিল। ধীরে ধীরে তাদের সম্পর্ক খারাপ হতে থাকে। বিয়ের ৪ চার মাস যেতে না যেতেই তাদের বিচ্ছেদ ঘটে।

সেই সময় মুম্বাইয়ের একাধিক সংবাদমাধ্যমকে হেলেনা জানিয়েছিলেন, মিঠুনের সঙ্গে বিয়েটা দুঃস্বপ্ন ছিল! তিনি বিয়ের আগে অভিনেতাকে একভাবে চিনেছিলেন। বিয়ের পর তার ভিন্ন রূপ দেখেছেন। মিঠুনকে অত্যন্ত ভয়ঙ্কর মানুষ হিসেবেও হেলেনা অভিহিত করেছেন।

তাদের সম্পর্ক ভেঙে যাওয়া নিয়ে হেলেনা সে সময় আরও বলেছিলেন, ‘প্রথমত, মিঠুন অত্যন্ত অপরিণতমনস্ক ছিল। তার তুলনায় বয়সে ছোট আমি অনেক পরিণত ছিলাম। দ্বিতীয়ত, মিঠুন বুঝিয়েছিল, আমার জীবনে ও-ই একমাত্র পুরুষ। যাকে আদর্শ পুরুষ বলে। আমি সে কথা বিশ্বাস করেছিলাম। সেটাই ছিল আমার বড় ভুল’।

আরও পড়ুন:

মিঠুন তার প্রথম স্ত্রীকে নাকি প্রচণ্ড সন্দেহ করতেন। হেলেনার সাবেক প্রেমিক জাভেদকে নিয়ে বিভিন্ন সময় বাজে কথাও বলতেন এ অভিনেতা। সেই সময় তিনি হেলেনকে অশ্রাব্য ভাষায় অপমান করতেন- এমন অভিযোগও করেছেন হেলেনা। মিঠুনের বিচ্ছেদের পর হেলেনা ১৯৮৫ সালে অমিতাভ বচ্চন অভিনীত ‘মর্দ’ সিনেমায় অভিনয় করেছিলেন।

এমএমএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version