Site icon Amra Moulvibazari

হাইকোর্টে খালাশ চেয়ে মিন্নির আপিল; জরিমানা স্থগিত

হাইকোর্টে খালাশ চেয়ে মিন্নির আপিল; জরিমানা স্থগিত

বহুল আলোচিত বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় খালাস চেয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নিহত রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট।

একই সঙ্গে রায়ে জরিমানা করে দেয়া অর্থদন্ড স্থগিত করা হয়েছে। বুধবার হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চে এই আদেশ দেন।

মিন্নির খালাশ চেয়ে আজ আপিল আদালতে উপস্থাপন করা হয়েছিল বলে জানান আইনজীবি।
আদালত সেই আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন এবং বিচারিক আদালতের দেয়া পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা অর্থদন্ড স্থগিত করা হয়েছে।

অন্য এক আসামী মোহায়মেন ইসলাম সিফাতের আপিল শুনানির জন্য গ্রহণ করা হয়েছে।

Exit mobile version