Site icon Amra Moulvibazari

তাপসকে নিয়ে এসব কী বলছেন ঐশী

তাপসকে নিয়ে এসব কী বলছেন ঐশী


হত্যাচেষ্টা মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল গানবাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসকে গ্রেপ্তার করেছে উত্তরা পূর্ব থানা। গতকাল রোববার দিবাগত রাত ১২টার পর ডিবি পুলিশের সহায়তায় তাকে ভাটারা থানাধীন গান বাংলা চ্যানেল কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। আজ (৪ নভেম্বর) সোমবার তাপসকে গ্রেপ্তারের খবরটি নিশ্চিত করেছেন উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক মোহাম্মদ লিটন। কিন্তু তাপসকে নিয়ে ফেসবুকে এসব কী লিখেছেন কণ্ঠশিল্পী ফাতিমা তুয যাহরা ঐশী!

গানবাংলা চ্যানেলের জন্য বেশ কিছু গান করেছেন ঐশী। তার ক্যারিয়ারে তাপসের অবদানের কথা বিভিন্ন সময় স্বীকার করেছেন এই তরুণ শিল্পী। তাপসের গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে আজ ফেসবুকে একটি পোস্ট দেন তিনি। সেখানে তাপসকে তিনি সংগীতাঙ্গনের একজন স্বপ্নদ্রষ্টা হিসেবে উল্লেখ করেছেন। ঐশী লিখেছেন, ‘ছোট জীবনে কত কিছু দেখলাম। অন্যায় করে দিনের পর দিন রাজার হালে পার করতে দেখলাম, আবার নিরাপরাধকে কারাগারে যেতেও দেখলাম। আমি তাপস ভাইয়াকে চিনি ঠিক দশ বছর। এই দশ বছরে আমি তাকে শুধু গান নিয়ে বড় বড় স্বপ্ন দেখতে দেখেছি। একা না দেখে মিউজিক ইন্ডাস্ট্রিকে নিয়ে স্বপ্ন দেখতে শিখিয়েছেন তিনি। সম্পূর্ণ নিজ উদ্যোগে সঙ্গীতাঙ্গন বদলানোর ইচ্ছা পোষণ করার মতো পাগলামি কেউ করে? এটাই ওনার ভুল ছিল।’

ওই পোস্টে তাপসকে অরাজনৈতিক দাবি করেন ঐশী লিখেছেন, ‘তিনি তো রাজনৈতিক কেউ ছিলেন না। সাংস্কৃতিক লোককে রাজনৈতিক বানায় দিলেন প্রতিহিংসার জেরে। মিউজিক নিয়ে এত অ্যাগ্রেসিভ কাউকে আমি দেখিনি। বরং মিউজিকের নামে … করতে অনেককেই দেখলাম। সেই মানুষগুলাকে আবার বড় গলায় কথাও বলতে দেখি। সত্যকে জেতাতে চাইলে সঠিক তথ্য বের করে উপস্থাপন করেন মানুষের সামনে, যদি সাহস থাকে। সব রহস্য উন্মোচন করে দেন। সবাই জানুক সত্যটা কী! ভিত্তিহীন মজা তো বহুত নিলেন। আল্লাহর ওয়াস্তে এবার সত্যকে জেতার সুযোগ করে দেন! না হলে বৈষম্যই তো হইলো। লাভটা কী হইলো তাহলে?’

‘নিজাম উদ্দিন আউলিয়া’, ‘রঙে রঙে দুনিয়া’, ‘দুষ্টু পোলাপাইন’, ‘দুই কুলে সুলতান’-এর মতো গানগুলো দিয়ে শ্রোতামহলে পরিচিতি পেয়েছেন ঐশী। ২০০০ সালে রংপুর শিশু একাডেমিতে গান শেখা শুরু করেন তিনি। ২০০৩ সালে নোয়াখালীতে মুহাম্মদ শরীফ ও পরে হাফিজ উদ্দীন বাহারের কাছে উচ্চাঙ্গ ও নজরুলসংগীতে তালিম নেন। ঢাকায় এসে ‘হৃদয় মিক্স থ্রি’ অ্যালবামের জন্য শিল্পী বাছাই প্রতিযোগিতার সেরা পাঁচে জায়গা করে নেন তিনি। প্রতিযোগিতার সেরাদের নিয়ে করা মিশ্র অ্যালবামে ‘দখিন হাওয়া’ শিরোনামে একটি গানে কণ্ঠ দেন তিনি। ২০১৫ সালে প্রকাশিত হয় ঐশীর প্রথম একক অ্যালবাম ‘ঐশী এক্সপ্রেস’। ‘মায়া: দ্য লস্ট মাদার’ সিনেমার ‘মায়া’ গানটির জন্য ২০২০ সালে জাতীয় পুরস্কার পেয়েছেন তিনি।

আরএমডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version