Site icon Amra Moulvibazari

হিলিতে ট্রাকচাপায় প্রাণ গেলো দুই বন্ধুর

হিলিতে ট্রাকচাপায় প্রাণ গেলো দুই বন্ধুর


দিনাজপুরের বিরামপুরে ট্রাকচাপায় দুই বন্ধুর মৃত্যু হয়েছে। সোমবার (৪ নভেম্বর) শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের জোয়ালকামড়া এলাকায় এ ঘটনা ঘটে।

তারা হলেন, রিফাত হোসেন (১৭) ও খোকা বাবু (১৭)। রিফাত হোসেন বিরামপুর পৌর শহরের সারাংগপুর মহল্লার জিয়ারুল ইসলামের ছেলে ও তার বন্ধু খোকা বাবু ওই এলাকার মৃত রফিকের ছেলে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বজনরা জানান, রিফাত বিরামপুর মুদির করতেন। দুপুরে খাবার খেয়ে বন্ধুকে মোটরসাইকেলে নিয়ে ব্যবসাপ্রতিষ্ঠান খোলার জন্য বিরামপুরে রওনা হন। কিছুক্ষণ পর দোকান না খুলে বন্ধুকে সঙ্গে নিয়ে বিজুল এলাকায় যান। সেখান থেকে শহরে ফেরার পথে পৌর শহরের জোয়ালকামড়া এলাকায় একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে রিফাতের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় খোকা বাবুকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে বিকেল সোয়া ৫টায় দিকে মোহনপুর এলাকার খোকা বাবুর মৃত্যু হয়।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। মরদেহ হাসপাতালে রাখা হয়েছে।

মো. মাহাবুর রহমান/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version