Site icon Amra Moulvibazari

ভারতীয় রুপির রেকর্ড পতন

ভারতীয় রুপির রেকর্ড পতন


ডলারের বিপরীতি ভারতীয় রুপির রেকর্ড পতন হয়েছে। স্থানীয় স্টকস থেকে অব্যাহত আউটফ্লো-এর কারণে মুদ্রাটি চাপে পড়েছে। যদিও এশিয়ার অন্যান্য দেশের মুদ্রা দুর্বল ডলারের কারণে সুবিধা পাচ্ছে।

সোমবার (৪ নভেম্বর) রুপির মূল্য কমে ৮৪ দশমিক ১০৫০ হয়েছে, যা আগের রেকর্ড ৮৪ দশমিক ০৯৫০ থেকে সামান্য বেশি।

বেঞ্চমার্ক বিএসই সেনসেক্স ও নিফটি ৫০ ইক্যুইটি সূচক ১ দশমিক ৫ শতাংশ কমেছে।

মূলত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলের আগে সতর্কতা ও বিদেশি বিনিয়োগকারীদের সম্ভাব্য শেয়ার বিক্রির কারণে মুদ্রাটি চাপে পড়েছে।

তবে ভিন্ন চিত্র দেখা গেছে, এশিয়ার অন্য মুদ্রার বাজারে। এদিকে ডলারের সূচক কমেছে শূন্য দশমিক দুই শতাংশ।

সূত্র: দ্য ইকোনমিক টাইমস

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version