Site icon Amra Moulvibazari

বাংলার ইতিহাসে ৩ হাজার বছরে সবচেয়ে বড় ফ্যাসিস্ট ছিলেন শেখ হাসিনা

বাংলার ইতিহাসে ৩ হাজার বছরে সবচেয়ে বড় ফ্যাসিস্ট ছিলেন শেখ হাসিনা


গত ৩ হাজার বছরে বাংলার ইতিহাসে সবচেয়ে বড় ফ্যাসিস্ট শাসক ছিলেন শেখ হাসিনা। এছাড়াও গত ৫ হাজার বছরে বাংলার ইতিহাসে সবচেয়ে বড় মহিলা ফ্যাসিস্ট শাসকও ছিলেন শেখ হাসিনা।

রোববার (০৩ নভেম্বর) বিকেলে উইজডম সোসাইটির উদ্যোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলোজিকাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. মুহাম্মাদ সাইদুল ইসলাম এ কথা বলেন।

‘গণ-অভ্যুত্থান-২৪ এর অর্জন ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি আরও বলেন, বাংলাদেশের গণহত্যার জননী হচ্ছেন শেখ হাসিনা। এদেশে সবচেয়ে বড় ৬টি গণহত্যা, ভারতের অঘোষিত কলোনী, মুক্তিযুদ্ধ ইতিহাস পরিবর্তনসহ বিচার বিভাগকে দলীয় কার্যালয়ে পরিণত করেন এই ফ্যাসিস্ট শাসক। ২০২৪-এ আগস্টের ছাত্র আন্দোলন ছিল বিশ্বের এক সফল ছাত্র-আন্দোলন। ২৪-এর গণঅভ্যুত্থানকে নিয়ে আমাদের বই লেখাসহ রিসার্স তুলে ধরতে হবে। ভবিষ্যতে কোনো ফ্যাসিস্ট সরকার যাতে এ দেশে না আসতে পারে সেজন্য নতুন সংবিধান তৈরি করতে হবে।

উইজডম সোসাইটির সেক্রেটারি এবং বিশ্ববিদ্যালয়ে জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. মো. আখতার হোসেন মজুমদারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব বলেন, ১৬-১৭ বছর পর আমাদের দেশ গড়ার সময় এসেছে। নিজ দেশে থেকেও আমরা এতদিন পরবাসী ছিলাম। বর্তমানে এ দেশ গড়ার সুযোগ পেয়েছি, তা আমাদের অবশ্যই কাজে লাগাতে হবে।

উইজডম সোসাইটির সভাপতি এবং আরবি বিভাগের অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসক) অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দীন এবং উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহা. ফরিদ উদ্দিন খান।

মনির হোসেন মাহিন/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version