ফোন ব্যবহারের সময় দেখা যায় বারবার ফোনের নেটওয়ার্ক ডিস্কানেক্ট হয়ে যাচ্ছে। দেখা যায় আশপাশের অন্যদের ইন্টারনেট চলছে। কিন্তু হঠাৎ করে আপনারই ফোনেই ইন্টারনেট চলছে না। জরুরি মেসেজ বা ফাইল আদান-প্রদানের সময় এমন হয়াতে বেশ ঝামেলায় পড়তে হতে পারে।
খুব বেশ চিন্তিত না হয়ে ছোট্ট একটি কাজ করে ফেলুন। এতে আপনার ফোনের ইন্টারনেট স্পিড বাড়বে মুহূর্তেই। দেখে নিন কীভাবে কাজটি করবেন-
>> প্রথমেই গুগল স্টোর থেকে নেটওয়ার্ক বুস্ট অ্যাপ ডাউনলোড করে নিন।
>> ফোনে এমন অনেক অ্যাপ রয়েছে, সেগুলো কোনো কাজেই লাগে না। সেইগুলো ফোন থেকে মুছে ফেলুন।
>> যতটা পারবেন ফোনের মেমোরি হালকা করবেন। মাঝে মাঝেই ফোনের হিস্ট্রি মুছে ফেলুন। ফোনে কোনো আপডেট আছে কিনা খেয়াল করুন।
>> অনেক সময়ে আমাদের অলক্ষ্যে কোনো অ্যাপ চলে। এই রকম কোনও অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চলছে কি না খেয়াল করুন।
সূত্র: ইকোনোমিকস টাইম
কেএসকে/জেআইএম