Site icon Amra Moulvibazari

মৌলভীবাজারে ঘোড়াখাল বাউরভাগ ছাত্র সমাজের বিক্ষোভ মিছিল

মৌলভীবাজারে ঘোড়াখাল বাউরভাগ ছাত্র সমাজের বিক্ষোভ মিছিল

শাহরিয়ার খাঁন সাকিব : ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে মহানবী (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে মৌলভীবাজার সদর উপজেলার সরকার বাজার ঘোড়াখাল বাউরভাগ ছাত্র সমাজের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩রা নভেম্বর) বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার সরকার বাজারের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে মুনাঈদ আহমেদ মুন্না ও আল-আমীন আহমেদের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন মাওলানা ফরিদ উদ্দিন সাহেব, মাওলানা আল মামুন সাহেব, মাওলানা আব্দুল হাকিম সাহেব,মাওলানা মমসাদ মিয়া, মাওলানা মাহি আহমেদ, মৌলভীবাজার ছাত্র কমিউনিটির সাধারণ সম্পাদক রনি আহমেদ, শাহ সামী আহমেদ, মাজহারুল আহমেদ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ফ্রান্সের প্রেসিডেন্ট এম্যানুয়েল ম্যাঁক্রো ও তার সরকারের প্রত্যক্ষ মদদে মহানবী হযরত মুহাম্মদ (সা:) এর ব্যঙ্গচিত্র রাষ্ট্রীয় মদদে প্রদর্শনের যে ধৃষ্টতা দেখিয়েছে তা ক্ষমাহীন অপরাধ।

এর কারণে বিশ্বের প্রতিটি মুসলমানের অন্তরে যে ক্ষোভের বিস্ফোরণ হচ্ছে তাতে খোদাদ্রোহী ফ্রান্স সরকার অচিরেই ধ্বংশ হয়ে যাবে। এজন্য ফ্রান্স সরকারকে অতিবিলম্বে মুসলিম বিশ্বের কাছে অবশ্যই ক্ষমা চাইতে হবে।

এসময় বক্তারা, বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানিয়ে বলেন, অবিলম্বে সরকারকে ইসলাম ও মহানবীকে নিয়ে ফ্রান্সের এমন কর্মকান্ডের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাশ করতে হবে। বাংলাদেশের বাজারে ফ্রান্সের তৈরি সকল পণ্য বর্জন করারও আহবান জানানো হয়।

Exit mobile version