Site icon Amra Moulvibazari

সংসার ভেঙেছে, মুখ খুলেছেন প্রিয়াঙ্কার জা

সংসার ভেঙেছে, মুখ খুলেছেন প্রিয়াঙ্কার জা


স্বামী জো জোনাসের সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুলেছেন হলিউড তারকা সোফি টার্নার। সংসার ভাঙার এই ঘটনাকে তিনি ‘অত্যন্ত দুঃখজনক’ বলে উল্লেখ করেছেন। হার্পারস বাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে এই ‘গেম অব থ্রোনস’ তারকা বলেছেন, ‘একটি আইনগত প্রক্রিয়ার মধ্যে আছি বলে বেশি কিছু বলতে পারছি না। কিন্তু এটি অত্যন্ত দুঃখজনক। সম্পর্কটা বেশ ছিল আমাদের।’

সোফি ও জোনাসের পরিচয় ইনস্টাগ্রামে খুদেবার্তার মাধ্যমে। সেই থেকে প্রেম। ২০১৯ সালে বিয়ে করেন তারা। তাদের রয়েছে দুটি সন্তান। প্রথম সন্তান উইলার জন্ম ২০২০ সালে এবং ডেলফাইন জন্ম নেয় ২০২২ সালে।

জোনাস ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে বিচ্ছেদের আবেদন করেন। এরপর সোফি জোনাসের বাড়ি ছেড়ে যুক্তরাজ্যের লন্ডনে ফিরে যান। তিনি বলেন, ‘আমি লন্ডনে ফিরে খুব ভালো আছি। ওখানে মনে হচ্ছিল জীবনটা স্থবির হয়ে পড়েছিল। ইংল্যান্ডে না ফেরা পর্যন্ত স্বস্তি পাচ্ছিলাম না।’

নতুন সিনেমার কাজ শুরু করেছেন সোফি। সম্প্রতি আইটিভির থ্রিলার ‘জোয়ান’-এ অভিনয় করেছেন তিনি। আগামী বছর সাইকোলজিক্যাল থ্রিলার ‘ট্রাস্ট’-এ কাজ করতে যাচ্ছেন। সোফির মতে, এই ছবি তার জীবনের অভিজ্ঞতার সঙ্গে সম্পর্কিত। নিজের অনুভূতি প্রকাশ করতে বেশ সহায়তা করেছে কাজটি।

সোফি বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়ার জা। সোফির সদ্যসাবেক বর জো জোনাস হচ্ছেন প্রিয়াঙ্কার স্বামী নিক জোনাসের ভাই। সোফি জানিয়েছেন, এখন তিনি বন্ধু ও পরিবারের সদস্যদের কাছাকাছি থাকতে চান। দীর্ঘ ছয় বছর বিদেশে থাকার পর তিনি এখন অন্যরকম আনন্দময় এক জীবনের কথা ভাবছেন।

এলএ/আরএমডি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version