Site icon Amra Moulvibazari

শরীয়তপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনায় নিহত বেড়ে ৪

শরীয়তপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনায় নিহত বেড়ে ৪


শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু টোলপ্লাজা এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আহত আরেক যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনা মোট চারজন নিহত হয়েছেন।

রোববার (৩ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর টোলপ্লাজা এলাকায় এ ঘটনা ঘটে

নিহতরা হলেন, উপজেলার নাওডোবা ইউনিয়নের মোসলেম ঢালি কান্দি এলাকার দাদন ঢালীর ছেলে আরমান ঢালী (১৮), একই এলাকার আলিম মাদবরের ছেলে খিদির মাদবর (২০), মোমিন আলি ফরাজী কান্দি এলাকার রুবেল ফরাজির ছেলে নাবিল ফরাজী (১৮) ও এস্কেন্দার আলী মাদবরের ছেলে সায়েম (১৯)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে উপজেলার নাওডোবা পদ্মা সেতু টোলপ্লাজা এলাকার শেখ রাসেল ক্যান্টমেন্ট যাওয়ার সড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সড়কে পড়ে আরমান, খিদির ও নাবিল নামের তিন যুবক ঘটনাস্থলেই নিহত হন। এছাড়াও গুরুতর আহত হন সায়েম মাদবর নামের আরেক যুবক। পরে তাকে ঢাকায় পাঠানো হলে পথিমধ্যেই তার মৃত্যু হয়।

ঘটনা নিশ্চিত করে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) আহসান হাবীব বলেন, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বিধান মজুমদার অনি/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version